1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেভারকুজেনের কাছে হারের জবাব দিল বায়ার্ন

৪ নভেম্বর ২০১২

লেভারকুজেনের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর বায়ার্ন মিউনিখের শ্রেষ্ঠত্ব নিয়ে কিছুটা দ্বিধা পরিলক্ষিত হয় ভক্ত ও সমালোচকদের মাঝে৷ সেসব দ্বিধা ও সংশয় কাটাতেই হামবুর্গের বিরুদ্ধে একেবারে বীর বিক্রমে লড়ে জয় ছিনিয়ে নিল বায়ার্ন৷

https://p.dw.com/p/16cbo
Fußball Bundesliga 10. Spieltag: Hamburger SV - Bayern München am 03.11.2012 in der Imtech Arena in Hamburg. Münchens Torschütze Thomas Müller (M) jubelt mit Toni Kroos (r) und Mario Mandzukic nach seinem Treffer zum 0:2. Foto: Marcus Brandt/dpa (Achtung Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z. B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++ Schlagworte Fußball, Bundesliga, LNO, Torschütze, Torjubel, Freude, sport
ছবি: picture-alliance/dpa

বিষয়টি বেশ স্পষ্ট করে বলেই ফেললেন জার্মান তারকা বাস্টিয়ান শোয়াইন্সটাইগার৷ হামবুর্গকে শনিবার ৩-০ গোলে হারানোর পর শোয়াইন্সটাইগার বলেন, ‘‘বায়ার লেভারকুজেনের সাথে খেলার পর তার একটা উত্তর দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল৷ তাই আমরা আজ সেই উত্তর দিতে বদ্ধপরিকর ছিলাম৷ ফলে এটা আমাদের জন্য চমৎকারভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে৷''

দলের নৈপুণ্যে খুশি বায়ার্ন প্রশিক্ষক ইয়ুপ হাইনকেস৷ তিনি একটু বেশি করে প্রশংসা করলেন তাঁর দলে থাকা বিদেশি খেলোয়াড়দের৷ বিশেষ করে ফরাসি তারকা ফ্রাঙ্ক রিবেরি এবং ক্রোয়েশীয় তারকা মারিও মান্ডজুকিচের সাফল্য নিয়ে তিনি গর্বিত৷ তাঁর ভাষায়, ‘‘আমি দলের অগ্রগতি নিয়ে খুশি৷ আমরা যেভাবে জয়ের পরিকল্পনা করেছিলাম ঠিক সেভাবেই সবকিছু ঘটেছে৷ আর সেক্ষেত্রে দলের সবার সমন্বিত প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে৷ তবে বিশেষ করে ফ্রাঙ্ক যেন আজকে ব্যতিক্রমী হয়ে উঠেছিল এবং মারিও চাপ সৃষ্টি এবং প্রতিরক্ষার জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে৷''

Fußball Bundesliga 10. Spieltag: TSG 1899 Hoffenheim - FC Schalke 04 am 03.11.2012 in Sinsheim (Baden-Württemberg) in der Rhein-Neckar-Arena. Hoffenheims Roberto Firmino (r) erzielt an Schalkes Torwart Lars Unnerstall vorbei das Elfmetertor zum 2:1. Foto: Uwe Anspach/dpa (Achtung Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z. B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

উল্লেখ্য, হামবুর্গের বিরুদ্ধে মাঠে নামার পর থেকেই প্রতিপক্ষকে বেশ চাপের মুখে রাখে বায়ার্ন৷ তবে চল্লিশ মিনিট কোন পক্ষই প্রতিপক্ষের জালে বল পাঠাতে সক্ষম হয়নি৷ শেষ পর্যন্ত প্রথম গোল করেন বাস্টিয়ান শোয়াইন্সটাইগার৷ এবার যেন ঠিক প্রতিপক্ষের জাল চিনতে পারে বায়ার্ন তারকারা৷ আট মিনিট পরেই দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন টমাস ম্যুলার৷ আর তাঁকে অনুসরণ করে ৫৩ মিনিটে আবারও লক্ষ্যভেদ করে টনি ক্রুজের শট৷

তবে শনিবার দিনটি শুধু নিজেদের জয়ের জন্যই নয়, বরং হফেনহাইমের কাছে শাল্কের হারের জন্যও গুরুত্বপূর্ণ ছিল বায়ার্ন মিউনিখের জন্য৷ কারণ শাল্কে হফেনহাইমের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় এখন বায়ার্ন এবং শাল্কের ব্যবধান দাঁড়িয়েছে সাত পয়েন্টের৷ ২০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে শাল্কে এবং আইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট৷ অন্যদিকে, দশটি খেলায় ৩০টি গোল এবং ২৭ পয়েন্ট নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে বায়ার্ন মিউনিখ৷

এএইচ / আরআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য