1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অধিবেশন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৬ জানুয়ারি ২০১৩

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেও যোগ দিচ্ছে না বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি৷ তারা মনে করে, সরকারই চায় না বিরোধ দল সংসদে যাক৷ আর এ জন্য তারা দমন, নিপীড়ন চালাচ্ছে৷

https://p.dw.com/p/17RY9
ছবি: picture-alliance/Dinodia Photo

আগামীকাল রবিবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন বসছে৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, এই অধিবেশনে যোগ দেয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন৷ কিন্তু সরকারের সাম্প্রতিক আচরণে তারা আরো হতাশ হয়ে পড়েছেন৷ সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে কারাগারে আটক রেখেছে৷

একই ধরনের কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক৷ তিনি বলেন, সরকারই চায় না, বিরোধী দল সংসদে যাক৷ আর এ কারণেই তারা দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় হয়রানি করছে৷ তিনি বলেন, যদি সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা না নেয়, তাহলে তারা প্রয়োজনে সংসদ থেকে পদত্যাগ করবেন৷

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, তাঁরা সংসদের এই অধিবেশনে যাচ্ছেন না৷ তবে সংসদ থেকে পদত্যাগের সময় এখনো আসেনি৷

এই দুই নেতাই বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে বাধ্য করা হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য