1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো বার্লিন চলচ্চিত্র উৎসব

১০ ফেব্রুয়ারি ২০১১

চলচ্চিত্র জগতের অন্যতম উৎসবগুলির মধ্যে পড়ে ‘বার্লিনালে’৷ আর এই উৎসবকে ঘিরে রাজধানী বার্লিনে পড়ে গেছে সাজসাজ রব৷

https://p.dw.com/p/10EzX
ছবি: AP

ষাটের দশকের নামকরা একটি ছবির রিমেক প্রদর্শনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে এই উৎসব৷ চলবে এ মাসের ২০ তারিখ পর্যন্ত৷ এই ৬১তম বার্লিনালেতে ৫৮টি দেশের প্রায় চারশ'টি ছবি দেখানো হবে৷

বার্লিনালেকে ঘিরে তারকাদের আসর জমবে জার্মানির রাজধানীতে৷ জেফ ব্রিজেস, ম্যাট ডেমন এবং জশ ব্রলিন অভিনীত ‘ট্রু গ্রিট' ছবিটি এমাসের অস্কার প্রতিযোগিতায় দশটি বিভাগে মনোনয়ন পেয়েছে৷ আর এই ছবির তারকারা ছাড়াও বার্লিনালেতে আসছেন পপ আইকন ম্যাডোনা, ব্রিটিশ অভিনেত্রী ভ্যানেসা রেডগ্রেভ, হলিউড তারকা কেভিন স্পেসি এবং অস্কার মনোনয়নপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের অভিনেত্রী গেবেরে সিডিবে৷ এছাড়াও এ উৎসবে যোগ দেবেন এ বছরের অস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনয়নপ্রাপ্ত ব্রিটিশ অভিনেতা কলিন ফার্থ, যিনি ‘কিংস স্পিচ' ছবিতে রাজা ষষ্ঠ জর্জের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন৷ তবে ‘ট্রু গ্রিট' কিংবা ‘কিংস স্পিচ' ছবি দু'টির কোনোটিই থাকছে না বার্লিনালের প্রধান প্রতিযোগিতায়৷ কেননা, এই উৎসবের বিশেষত্ব হচ্ছে বিনোদনের চেয়ে রাজনৈতিক এবং সামাজিক উপজীব্যের ছবিগুলোকে তুলে ধরা৷

Berlinale 2011 Albanien Tristan Halilaj
যুক্তরাষ্ট্র এবং আলবেনিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত ছবি দ্য ফরগিভনেস অব ব্লাডছবি: Berlinale

এবার এই উৎসবে স্থান পাচ্ছে হাঙ্গেরীয় পরিচালক বেলা টার এর ‘আ টরিনই লো' ছবি৷ ঊনবিংশ শতাব্দির জার্মান দার্শনিক ফ্রেডরিশ নিটশেকে' নিয়ে এই ছবিটি করা হয়েছে৷ আরও দেখানো হবে জোশুয়া মার্সটন এর ‘ফরগিফনেস অফ ব্লাড' ছবি৷ আলবেনিয়ার দু'টি পরিবারের কাজিয়াকে ঘিরে নির্মিত হয়েছে এই ছবি৷

ইটালিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী ইসাবেলা রসেলিনির নেতৃত্বে গঠিত জুরি বোর্ড ১৬টি ছবির মধ্য থেকে নির্বাচিত করবেন বার্লিনালের সেরা ছবি, যে ছবিকে ভূষিত করা হবে এ বছরের ‘গোল্ডেন বেয়ার' পুরস্কারে৷

সাত সদস্যের জুরিবোর্ডে রয়েছেন ইরানের পরিচালক জাফার পানাহি, যদিও তাঁকে এই উৎসবে দেখা যাবে না৷ কেননা, ইরানের শাসন ব্যবস্থার বিপক্ষে কাজ করার অভিযোগে গত ডিসেম্বরে তাঁকে ছয় বছরের কারাদন্ড দেওয়া হয়েছে৷ এবং আগামী ২০ বছর চলচ্চিত্র নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ পানাহির সঙ্গে সংহতির নিদর্শন হিসেবে বার্লিনালেতে প্রদর্শন করা হচ্ছে পানাহি'র বিভিন্ন ছবি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী