1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব উদ্বাস্তুর আঙুলের ছাপ নেওয়ার প্রস্তাব

৮ ফেব্রুয়ারি ২০১৭

জার্মানির অভিবাসন সংস্থা আঞ্চলিক কর্তৃপক্ষগুলোর প্রতি সব উদ্বাস্তুর আঙুলের ছাপ নেওয়ার আহ্বান জানিয়েছে৷ উদ্দেশ্য হলো, একাধিক পরিচয় ব্যবহার করে বাড়তি সুযোগ-সুবিধা নেওয়ার প্রচেষ্টা রোখা৷

https://p.dw.com/p/2XA14
Deutschland Bamf: Fingerabdrücke von allen Flüchtlingen nehmen
ছবি: picture alliance/dpa/P. Endig

জার্মানির অভিবাসন ও উদ্বাস্তু সংক্রান্ত ফেডারাল কার্যালয় মঙ্গলবার জানায় যে, বর্তমানে জার্মানিতে যত উদ্বাস্তু অবস্থান করছেন, তাঁদের সকলের আঙুলের ছাপ নেওয়ার ডাক দিয়েছে বিএএমএফ৷ এর ফলে ভুয়া পরিচয় দিয়ে আর কেউ বিভিন্ন সরকারি দপ্তর থেকে বাড়তি সুযোগ-সুবিধা আদায় করতে পারবে না৷

এখন থেকে জার্মানির আঞ্চলিক অভিবাসন কার্যালয়গুলিকে উদ্বাস্তুদের আঙুলের ছাপ নিতে হবে বলে বিএএমএফ-এর নতুন প্রধান ইয়ুটা কর্ড এক সাক্ষাৎকারে বলেছেন৷ ‘‘যাঁরা (এই সব আঞ্চলিক অভিবাসন কার্যালয়ে) নাম লেখাবেন, তাঁদের আঙুলের ছাপ নিয়ে তা একটি কেন্দ্রীয় ডাটাবেস-এর সঙ্গে মিলিয়ে দেখতে হবে,’’ বলেছেন কর্ড৷

গতবছরের হেমন্ত থেকে বিএএমএফ নিজেই নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে উদ্বাস্তুদের আঙুলের ছাপ মিলিয়ে দেখছে এবং ‘‘রাজনৈতিক আশ্রয়ের প্রক্রিয়ায় একাধিক আইডি-র সম্ভাবনা নির্মূল করতে’’ পেরেছে৷ বিএএমএফ-এর কাছে আপাতত প্রায় চার লাখ ত্রিশ হাজার রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমেছে৷

গত সোমবার হানোফারের এক ২৫ বছর বয়সি রাজনৈতিক আশ্রয়প্রার্থীকে ২১ মাসের সাস্পেন্ডেড কারাদণ্ড দেওয়া হয়েছে, তার মধ্যে ২০০ ঘণ্টা সমাজ সেবাও আছে৷ তার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ ছিল৷ অভিযুক্ত স্বীকার করেছে যে, সে সাতটি ভিন্ন ভিন্ন নাম নিয়ে জার্মানির একাধিক শহরে সামাজিক সুযোগ-সুবিধা নিয়েছে৷

গত জানুয়ারি মাসে উত্তর জার্মানির ব্রাউনশোয়াইগ শহরে একটি বিশেষ তদন্ত কমিশন বসানো হয়েছে, যার কাজ হবে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা যেভাবে ভুয়া পরিচয় দিয়ে সামাজিক সুযোগ-সুবিধা নিয়ে থাকে, সে ধরনের ৩০০টির বেশি ঘটনার তদন্ত করা৷ শুধুমাত্র লোয়ার স্যাক্সনি রাজ্যেই ৩০ থেকে ৫০ লাখ ইউরো এভাবে জুয়াচুরি করে নেয়া হয়েছে বলে প্রকাশ৷

আরএস/এসি/এসিবি (এএফপি, এনডিআর)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য