সবজি চাষে বিপ্লব আনতে চান মিউনিখের গবেষকরা | পাঠক ভাবনা | DW | 11.12.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সবজি চাষে বিপ্লব আনতে চান মিউনিখের গবেষকরা

জার্মানির কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সবজি চাষে বিপ্লব আনতে চান? এই প্রশ্নেরই উত্তর জানতে চাওয়া হয়েছিল গত সপ্তাহের অন্বেষণ কুইজ প্রতিযোগিতায়৷

সঠিক উত্তর: মিউনিখ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে গবেষকরা সবজি চাষে বিপ্লব আনতে চান৷ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হয়েছেন, আবদুল্লাহ আল-মাসুম, ফ্লুর্সট্রাসে ৯, ডর্টমুন্ড ৪৪১৪৫, জার্মানি থেকে৷

প্রিয় আবদুল্লাহ আল-মাসুম, আপনাকে অভিনন্দন! আর হ্যাঁ, আপনার ঠিকানা আমরা পেয়ে গেছি৷ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনার পুরস্কারটি পাঠিয়ে দেওয়া হবে৷ প্রাপ্তিসংবাদ জানালে ভালো লাগবে৷

কুইজ প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

ডয়চে ভেলের সকল বন্ধুদের জন্য রইলো শুভেচ্ছা৷ 

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন