1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামীদের রোষের মুখে অ্যাপল, বাজারে আসছে আইপ্যাড টু

২৩ মার্চ ২০১১

সমকামী ইস্যুতে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে অ্যাপল এর পণ্য৷ আইফোনে সমকামীদের বিরুদ্ধে অ্যাপ্লিকেশন রাখার অভিযোগে অনলাইনে প্রতিবাদ জানাচ্ছে অনেকে৷ অন্যদিকে আগামী শুক্রবার কথামতই আন্তর্জাতিক বাজারে ছাড়া হচ্ছে আইপ্যাড টু৷

https://p.dw.com/p/10fvr
স্টিভ জবসছবি: AP

অ্যাপল এর আইফোন, আইপ্যাড এবং আইপড এর একটি অ্যাপ্লিকেশন নিয়ে সমকামী সমর্থকরা বেশ শোরগোল তুলেছে ইন্টারনেটে৷ জানা গেছে, এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ এই অ্যাপ্লিকেশনটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছে ‘চেঞ্জ ডট ওআরজি' নামের একটি ওয়েবসাইটে৷ আইটিউন্স এ ব্যবহৃত এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে এক্সডাস নামে একটি সংগঠনের লিংক আসে৷ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভিত্তিক সংগঠন এক্সডাস অনেকদিন ধরে সমকামিতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে৷ ধর্মীয় অনুশাসনের মাধ্যমে মানুষকে সমকামিতা থেকে দূরে রাখার জন্য তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে৷ কিন্তু অ্যাপল এর পণ্যে এই সংগঠনের লিংক দেখতে পেয়ে খেপেছে সমকামী ও তাদের প্রতি সহানুভূতিশীল লোকজন৷ তাই তারা অ্যাপলের বিরুদ্ধে ক্ষুব্ধ৷ কিন্তু তাদের এই বিরোধিতাকে মত প্রকাশের স্বাধীনতার প্রতি হুমকি বলে নিন্দা করেছে এক্সডাস৷

Flash-Galerie Berlin IFA Internationale Funkausstellung 2010 iPad
শুক্রবার আন্তর্জাতিক বাজারে ছাড়া হচ্ছে আইপ্যাড টুছবি: AP

আইপ্যাড টু আসছে শুক্রবার

এদিকে সংশয় সত্ত্বেও অ্যাপল জানিয়েছে প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ২৫ মার্চ আইপ্যাড টু আসবে আন্তর্জাতিক বাজারে৷ তবে আপাতত জাপানে আইপ্যাড টু ছাড়া হচ্ছে না৷ মূলত ভূমিকম্প ও সুনামি আক্রান্ত জাপানের সার্বিক অবস্থা অনুকূল না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর আগে যুক্তরাষ্ট্রের বাজারে আইপ্যাড টু সব বিক্রি হয়ে যাওয়ায় অন্যান্য দেশেও এটি ছাড়া হবে কিনা সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল৷ এছাড়া আইপ্যাডের বেশ কিছু যন্ত্রাংশ জাপানি কোম্পানিগুলো সরবরাহ করে থাকে৷ তারা সেসব যন্ত্রাংশ সময়মত সরবরাহ করতে পারবে কিনা সেটা নিয়েও কথা ওঠে৷ কিন্তু অ্যাপল জানিয়ে দিয়েছে, সবই ঠিক আছে, শুক্রবারই আসছে আইপ্যাড টু৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন