‘সরকার বলছে দেশের গণমাধ্যম স্বাধীন, কথাটা কি সত্য?' | পাঠক ভাবনা | DW | 21.06.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

‘সরকার বলছে দেশের গণমাধ্যম স্বাধীন, কথাটা কি সত্য?'

‘সরকারী দল কোনো অন্যায় করলে সাংবাদিকরা ভয়ে তা প্রচার করতে পারে না-' ডয়চে ভেলের ফেসবুক লাইভে এই মন্তব্য করেছেন একজন পাঠক৷ ফেসবুক লাইভে অংশ নেয়া বাংলাদেশের দু'জন বিশিষ্ট সাংবাদিকের কাছে পাঠকদের রয়েছে আরো প্রশ্ন ও মন্তব্য৷

জার্মানির বন শহর থেকে ডয়চে ভেলের ফেসবুক লাইভে অংশ নেন নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবির ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী৷ তাঁদের আলোচনা শুনতে শুনতে ডয়চে ভেলের পাঠক নিখিল নাথ লিখেছেন, ‘‘আমার বিশ্বাস, বাংলাদেশের গণমাধ্যমের যতটুকু স্বাধীনতা আছে, তার কিয়দংশ যদি সাংবাদিকরা স্বচ্ছতার সাথে ব্যবহার করেন, তাহলে দেশের দুর্নীতির পরিমাণ অর্ধেকে চলে আসবে৷'' 

পাঠক  মুন্তাসির জিসানের প্রশ্ন ছিল , ‘‘সৎ সাংবাদিকতা করলে তো চাপ নেওয়ার কথা নয়,,,কিন্ত সাংবাদিকতার নামে সরকার/বিরোধী পক্ষের কাছ থেকে মোটা অর্থ নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ বা হয়রানি করলে তো সেটার মাশুল দিতেই হবে,,,,এ বিষয়ে যদি কিছু বলেন?''

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdwbengali%2Fvideos%2F10154595583615978%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

সংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশের  খুন,গুম, চুরি, টাকা পাচার করার সব খবর দেশের মানুষ জেনে যাবে, তা বাংলাদেশের গণমাধ্যমকে স্বাধীনতা দেয়া হয়না৷ এই ধারণা পাঠক মীর ফয়সালের৷

‘‘আপনারা কি আগে জনগণকে স্বাধীনভাবে ভোট দেওয়ার নিশ্চয়তা দেওয়াটা জরুরি মনে করেন না?'' প্রশ্নটি  ফেসবুক লাইভে সম্পাদক যুগলকে করেছেন জোবায়ের আহমেদ৷

 বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সাংবাদিকদের আলোচনায় মনির মোল্লার প্রশ্ন,‘‘আমাদের দেশ কি ভোটের রাজনীতিতে যেতে পারবে, নাকি ৫ ই জানুয়ারির মতো ভোটবিহীন নির্বাচন হবে? তিনি আরো লিখেছেন, বাংলাদেশে আজ সাংবাদিক আর সাংবাদিকতার ক্রান্তি কাল৷ সরকার সকল সংবাদ তথা সাংবাদিকতার টুটি চেপে ধরে বসে আছে৷''

 তবে পাঠক ইকবাল হোসেন মনে করেন, বাংলাদেশে সাংবাদিকদের পুরোপুরি স্বাধীনতা রয়েছে৷

‘এখন বাংলাদেশের মানুষরা  শুধু নিজের চিন্তা করে' এই ধরণা আহমেদ শাহীনের৷

পাঠক হক নিউএজের সম্পাদক নূরুল কবিরের কাছে জানতে চেয়েছেন, ‘‘গেদু চাচার খোলা চিঠির মতো আর কোনো খোলা চিঠি লেখার মতো কি কোনো সাহসি লেখক নাই, একেবারেই নাই?''

এ প্রশ্নের মতো আরো অনেক প্রশ্নেরই উত্তর দিয়েছেন এবং নুরুল কবির৷

দুই সাংবাদিকের আলোচনা শুনে পাঠক হাবিবুর রাহমান হাবিব মন্তব্য করেন, পুলিশরা অতি উৎসাহে অমানবিক কাজ করে থাকেন৷''

জামিউল ইসলামের প্রশ্ন ছিল ‘সরকার বলছে দেশের গণমাধ্যম স্বাধীন, কথাটা কি সত্য?'

তবে রাকিব হাসান দুঃখ করে লিখেছেন, ‘‘আমাদের গ্রামে আন্ডার মেট্রিক, বেকার সব ছেলেই এখন সাংবাদিক৷''

সুন্দর ফেসবুক লাইভ আয়োজনটি করার জন্য  পুরনো বন্ধু ফয়সাল আহমেদ  ডয়চে ভেলেকে ধন্যবাদ জানিয়েছেন৷

আর সত্য প্রকাশে আপোষহীন হওয়ার  অনুরোধ জানিয়েছেন আসিফ মহিন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন