1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগরের জীবন্ত মানচিত্র

১৯ মার্চ ২০১৪

সুমেরুর বরফ কী পরিমাণ গলছে? তা জানার একমাত্র উপায় হলো স্যাটেলাইটের মাধ্যমে তার পরিমাপ করা৷ ইউরোপীয় ‘‘স্মস’’ স্যাটেলাইট ঠিক তাই করছে এবং তার পাঠানো বিপুল পরিমাণ তথ্য সেঁচে সাগরের জীবন্ত মানচিত্র তৈরি করছেন হামবুর্গের আবহাওয়াবিদ ও পদার্থবিদরা৷

https://p.dw.com/p/1BSQv