1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলহস্তী – আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক জীব!

১০ জুলাই ২০১৭

হিপো, মানে হিপোপটেমাস; জলে থাকে; বিরাট চেহারা, বিরাট হাঁ আর অত্যন্ত বদমেজাজ৷ মাসাইমারা রিজার্ভে এক সিংহী নাক মুলে, কান মুলে প্রতিজ্ঞা করতে বাধ্য হলো – আর যদি কখনও জলহস্তীর কাছে যাই!

https://p.dw.com/p/2gFx9
Paarung und Balzverhalten bei Tieren Nilpferde
ছবি: picture-alliance/dpa/T. Gzell

গত ৩০শে জুন, ২০১৭ তারিখে মাসাই সাইটিংস-এ আপলোড করা একটি ভিডিও৷ গত কয়েকদিনেই যা দেখা হয়েছে আড়াই লক্ষ বারেরও বেশি৷  ক্রুগার সাইটিংস যেমন দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের টুরিস্টদের আপলোড করা ভিডিও দেখায়, তেমন মাসাই সাইটিংস দেখায় কেনিয়ার মাসাইমারা রিজার্ভে টুরিস্টরা জন্তু-জানোয়ারদের নিয়ে যে সব আশ্চর্য দৃশ্য দেখেন বা অভিজ্ঞতা করেন, তার ভিডিও৷

ভালো সিস্টেম: সাফারি টুরিস্টরা মোবাইল ফোন থেকে শুরু করে ভিডিও ক্যামেরা হাতে নিয়ে সর্বত্র যান ও ঘোরেন; রেঞ্জাররা যা না দেখেন, তার চেয়ে অনেক বেশি চোখে পড়ে এই অনভিজ্ঞ টুরিস্টদের, কেননা তাঁদের কৌতূহল বেশি, সুযোগ কম – জীবনে ক'বার আর মানুষের আফ্রিকার বুনো জন্তু-জানোয়ারদের কাছ থেকে দেখার সৌভাগ্য হয় বলুন? কাজেই যা দেখা যাচ্ছে, সবই ক্যামেরায় ধরে রাখো৷ যেমন ঐ যে রোগা মতন সিংহীটা লম্বা ঘাসের মধ্যে দিয়ে এগোচ্ছে – কোনো শিকারের খোঁজ পেয়েছে নাকি? ঐ কালো মতো উঁচু ঢিবিটার পেছনে?

আরে ওটা ঢিবি নয়, ওটা একটা জলহস্তী! সিংহীরা তো দলে শিকার করে বলেই জানতাম৷ আর একটা জলহস্তীর ওজন ওর প্রায় দশগুণ কিংবা তার বেশি৷ বড্ড খিদে পেয়েছে বোধহয়৷ কিন্তু মারবে কী করে? জলহস্তী তো প্রায় গোল – কামড়াবে কোথায়? দেখেছ? জলহস্তীটা উঠে দাঁড়িয়েছে৷ এই পাশ দিয়ে যাচ্ছিল – হঠাৎ সিংহীর গোটা মাথাটা হাঁয়ের মধ্যে পুরে আচ্ছা করে ঘেঁটি নাড়িয়ে দিল! তারপর ইনি গেলেন এদিকে আর উনি গেল উদিকে৷

টুরিস্টরা তুলছিলেন সিংহীর জলহস্তী শিকারের ছবি, ভিডিওটা প্রায় জলহস্তীর সিংহ শিকারের ছবি হয়ে যাচ্ছিল আরকি!

রাত্রে স্বপ্নে দেখলাম, সিংহের টুরিস্ট শিকারের ছবি তুলছে জলহস্তী...

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য