1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাম্বার ছন্দে জমে উঠেছে রিও'র কার্নিভাল

৮ মার্চ ২০১১

ব্রাজিলের নাম শুনলেই ফুটবলের পর চলে আসবে সাম্বার নাম৷ সেই সাম্বা নাচের মোহনীয় দৃশ্য দেখা গেল রিও ডে জেনিরোর কার্নিভালে৷ জমকালো সেই কার্নিভাল শেষ হলো আজ৷

https://p.dw.com/p/10VFn
ব্রাজিলের কার্নিভালের হাতছানিছবি: AP

বিশ্বের সবচেয়ে জমজমাট কার্নিভাল হিসেবে পরিচিত রিও ডি জেনিরোর এই উৎসব৷ প্রতি বছরের মত এবারও লাখ লাখ মানুষের ঝলমলে উপস্থিতি গোটা বিশ্বের নজর কেড়েছে৷ বিশেষ করে কার্নিভাল প্যারেডে রং বেরঙের পোশাক পরে সুন্দরীদের সাম্বা নাচের দৃশ্য ছিল সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু৷

আগামী ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ ব্রাজিল৷ এর দুই বছর পরই অলিম্পিক হতে যাচ্ছে এই রিও ডি জেনিরোতে৷ তাই বিশ্বকাপ এবং অলিম্পিকের পূর্ব প্রস্তুতির একটি ড্রাই রান হয়ে গেল এবারের কার্নিভাল৷

Karneval in Rio - 2003
সাহসি পোশাক বা তার অভাবছবি: AP

শুধু ব্রাজিল কিংবা ল্যাটিন অ্যামেরিকা নয়, গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকেও হাজার হাজার মানুষ এবার যোগ দিয়েছে রিও ডি জেনিরোর কার্নিভালে৷ গত শুক্রবার থেকে শুরু হয় এই বর্ণিল উৎসব৷ শেষ হয়েছে আজ মঙ্গলবার৷ এরপরও যেন উৎসবের ছোঁয়া লেগেই রয়েছে গোটা রিও জুড়ে৷

গোটা কার্নিভালকে নিরাপদ রাখতে এবার ব্যস্ত ছিল ব্রাজিলের ৫০ হাজার পুলিশ৷ কিন্তু এত পুলিশের উপস্থিতিও যেন ম্লান করতে পারেনি উৎসবের আনন্দ উচ্ছ্বাসকে৷ কার্নিভালের মূল আকর্ষণ হিসেবে এবারও হাজির হন সাম্বা নর্তকীরা৷ কেউবা অর্ধনগ্ন, কেউবা প্রায় নগ্ন, এরপরও কার্নিভালে রং যেন আরও বেড়ে গেছে তাদের উপস্থিতিতেই৷ সাম্বার তালে তালে ঐতিহ্যবাহী নানা ঘটনা কিংবা পুরাণের নানা চরিত্র হয়ে তারা নিজেদের মেলে ধরেছেন হাজার হাজার মানুষের সামনে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন