‘সালমানের ছবি মানেই দারুণ এক প্রেমের গল্প’ | পাঠক ভাবনা | DW | 06.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সালমানের ছবি মানেই দারুণ এক প্রেমের গল্প’

আমার ভালবাসা ও শুভেচ্ছা নেবেন৷ আশা করছি সবাই ভাল আছেন৷ আমি এবং ক্লাবের সবাই ভাল আছি৷ সালমান শাহ স্মরণে প্রতিবেদনটি পড়ে মন খারাপ হয়ে গেল৷ সে সময়ের এক নাম্বার নায়ক সালমান৷

আমি তখন ক্লাস এইটে পড়ি৷ আর সালমানের ছবি মানেই দারুণ এক প্রেমের গল্প আর মন মাতানো সব গানের আয়োজন৷ দারুণ ছিল তার ক্যারিয়ার৷ তার আত্মার শান্তি কামনা করছি৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাই এই স্মৃতিময় দিনের কথা স্মরণ করার জন্য৷

আগামী নির্বাচনকে সামনে রেখে ইইউ এর নির্বাচন পর্যবেক্ষক দলকে বাংলাদেশে স্বাগত জানাই৷ আমি চাই তারা সব দলগুলোকে একটি চাপ প্রয়োগ করুক – সুষ্ঠু একটি নির্বাচন আয়োজন করার জন্য৷ আমাদের দেশের প্রধান দুই দলের নেতারা ভালই জানেন. এক দলীয় নির্বাচন হলে সেটার পরিস্থিতি কী হবে৷ কারণ তাদের সবারই পূর্ব অভিজ্ঞতা আছে৷ আমি মনে প্রাণে চাই এবারের জাতীয় নির্বাচনে সব দেশের পর্যটক আসুক এবং ভালভাবে দেখুক নির্বাচন৷ তার আগে সবারই উচিত হবে দুই দলের নেতাদের সাথে বসে তাদের মতামত নিয়ে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা৷ বর্তমান সরকার যদি রাষ্ট্রক্ষমতা নিজেদের দখলে নিয়ে একপেশে নির্বাচন করে তাহলে কোন দেশের লোকের কাছেই তার গ্রহণ যোগ্যতা থাকবেনা৷ আমি বিদেশি পর্যবেক্ষকদের প্রতি আবেদন জানাই তারা যেন এই নির্বাচনের ব্যাপারে বেশি করে সরকারি দলকে চাপ দেয় যাতে করে একটি ভাল পরিবেশ তৈরি হয়৷ আমরা সব সময় ভাল কিছুর সাথে আছি এবং থাকবো৷ স্বাগত জানাই বিদেশি পর্যবেক্ষকদের৷ অবশ্যই ইউরোপীয় ইউনিয়কে৷ মো.সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন