1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান অনুশীলনে সবচেয়ে দ্রুত হ্যামিলটন

২৬ সেপ্টেম্বর ২০০৯

ফর্মুলা ওয়ানের সিঙ্গাপুর গ্রঁ প্রি-র চূড়ান্ত অনুশীলন পর্বে সবচেয়ে দ্রুততার সঙ্গে রেস শেষ করলেন লুইস হ্যামিলটন৷ ম্যাকলারেন-মার্সিডিস দলের বৃটিশ চালক হ্যামিলটন শনিবার সময় নিয়েছেন মাত্র ১ মিনিট ৪৭ দশমিক ৬৩২ সেকেন্ড৷

https://p.dw.com/p/JpeT
ছবি: AP

শনিবার অনুশীলন পর্বে হ্যামিলটনের কাছাকাছি ছিলেন রেড বুল এর সেবাস্টিয়ান ভিটেল৷ হ্যামিলটনের চেয়ে ০ দশমিক ২৭৭ সেকেন্ড বেশি সময় নিয়ে রেস শেষ করেন তিনি৷

তবে সিঙ্গাপুরের রেসিং ট্র্যাকের সমালোচনা করেছেন হ্যামিলটন৷ তাঁর মতে, এই ট্র্যাক বেশ উঁচুনিচু, ফলে গাড়িতে ঝাঁকুনির পরিমাণ বেশি হয়৷ রবিবার মুল প্রতিযোগিতার আগে রেসিং ট্র্যাকের খুব একটা উন্নতি হবে বলেও মনে করছেন না হ্যামিলটন৷

প্রসঙ্গত, ২০০৭ সালে অস্ট্রেলিয়া গ্রঁ প্রিতে ফর্মুলা ওয়ানে রেসিং ক্যারিয়ার শুরু করেন লুইস হ্যামিলটন৷ একইবছর ক্যানাডিয়ান গ্রঁ প্রিতে জয়ের স্বাদ পান তিনি৷ সর্বশেষ এই বছর হাঙ্গেরিয়ান গ্রঁ প্রিতে তিনিই ছিলেন বিজয়ী৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়