1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট নিরসন সুদূর পরাহত?

২৯ জানুয়ারি ২০১৬

সিরিয়া সংকট নিরসনের কিছুটা আশা জাগিয়েছিল জেনেভার এই শান্তি আলোচনা৷ কিন্তু শুরুর আগেই প্রায় উবে যেতে বসে সম্ভাবনা৷ সৌদি আরবের নেতৃত্বাধীন বিরোধী জোট কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় ফিরে এসেছে অচলাবস্থা৷

https://p.dw.com/p/1Hllm
Syrien Anschlag in Homs
ছবি: Reuters/SANA

সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে যতবার শান্তি স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে ততবারই সেই প্রয়াস ভেস্তে গিয়ে আবার দেখা দিয়েছে অচলাবস্থা৷ জারি থেকেছে যুদ্ধ৷ প্রতিদিন অনেক মানুষের মৃত্যুর গ্লানি বজায় থেকেছে৷ এমন চলতে চলতে সিরিয়া যুদ্ধে নিহতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে৷ গৃহহারাও হয়েছে লাখো মানুষ৷ ভয়াবহ এই যুদ্ধ থামিয়ে সিরিয়া এবং সিরিয়ার আশপাশে শান্তি ফেরানোর উদ্দেশ্যে শুক্রবার জাতিসংঘের উদ্যোগে জেনেভায় যে শান্তি আলোচনা হচ্ছে তাতে বাশার আল-আসাদের বিরোধী পক্ষের বড় একটি অংশই অংশ নিচ্ছে না৷ ফলে আলোচনার ফলপ্রসূতা এবং সাফল্য নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা৷

সৌদি আরবের নেতৃত্বাধীন বিরোধী জোট জানিয়ে দিয়েছে আসাদ সরকার নিরীহ মানুষ হত্যা বন্ধ না করাসহ জোটের অন্যান্য শর্ত মেনে না নেয়া পর্যন্ত তারা জেনেভার আলোচনায় কোনো প্রতিনিধি পাঠাবে না৷

সিরিয়া বিষয়ে জাতিসংঘের দূত স্টেফান ডে মিস্টুরা অবশ্য শুক্রবারের শান্তি আলোচনা নিয়ে আশাবাদই ব্যক্ত করেছেন৷

তবে সিরিয়ায় শান্তি স্থাপনের এ প্রয়াস সাফল্যের মুখ দেখবে এমন সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা৷ আলোচনার খুব গুরুত্বপূর্ণ পক্ষ তুরস্ক জানিয়েছে এ আলোচনায় কুর্দিদের ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি, অর্থাৎ পিওয়াইডি-র অংশ গ্রহণ তারা মেনে নেবেনা৷ অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া চায় আলোচনায় কুর্দিদেরও অংশ গ্রহণ থাকুক৷ তুরস্ক সাফ জানিয়ে দিয়েছে, পিওয়াইডি থাকলে এ শান্তি আলোচনা তারা বর্জন করবে৷ সব মিলিয়ে এই যখন পরিস্থিতি তখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক – সিরিয়া সংকট নিরসন সুদূর পরাহত?

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান