1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনেগালে পরিবর্তন আনছে দিমিত্রা ক্লাব

২২ ফেব্রুয়ারি ২০১৮

সেনেগালের এক প্রাচীনপন্থি, কৃষিপ্রধান গ্রামে পরিবর্তন আনছে দিমিত্রা ক্লাব৷ দিমিত্রা ক্লাব বলতে বোঝায় গ্রামের নানান সমস্যা ও তার সমাধান নিয়ে নবীন-প্রবীণ, স্ত্রী-পুরুষের মধ্যে আলোচনার একটা সুযোগ, বা সভা, কিংবা সমিতি৷

https://p.dw.com/p/2t7Sw
ছবি: DW

সারে বুবু গ্রামের তরুণ বাসিন্দাদের জন্য এটা একটা বিশেষ দিন৷ আজ তারা কুসানারের কমিউনিটি রেডিও স্টেশনে প্রথমবারের মতো মাইক্রোফোনের সামনে বসবে একটি আলোচনা চক্রে অংশ নিতে৷ পূর্ব সেনেগালের এই অঞ্চলের ভাষা হল ‘পুলার’, যা সকলেই বলে ও বোঝে৷

রু গি বা ও তার সতীর্থরা তাদের গ্রামের আলোচনা গোষ্ঠীর নেতা – এই আলোচনা গোষ্ঠী বা ‘ক্লাব’ ‘দিমিত্রা’ ক্লাব নেটওয়ার্কের অঙ্গ৷ রু গি বা শোনালেন কীভাবে বর্ষার জলের সঙ্গে জঞ্জাল ঢুকে গ্রামের বাড়িঘর নোংরা করেছিল, কি কষ্টে তা সাফ করা হয়েছে৷

রু গি বা-র সারে বুবু গ্রামে চারটি দিমিত্রা ক্লাব আছে৷ গোটা আফ্রিকায় দিমিত্রা ক্লাবের সংখ্যা দু'হাজার – জাতিসংঘের খাদ্য ও কৃষি সংগঠন এফএও ও অন্যান্য উন্নয়ন সংস্থার উদ্যোগে ও অর্থানুকুল্যে এই সব ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে৷

গ্রামের মহিলাদের মুখ খুলে কথা বলার সাহস দেন রু গি বা, যা এখানে সাধারণ বিষয় নয়৷ গাঁয়ের তরুণরা জমির ক্ষয় রোধের জন্য যে পাথরের বাঁধ তৈরির প্রস্তাব দিয়েছে, তাই নিয়ে আজ আলোচনা চলছে৷

বাচ্চাকাচ্চারা সবসময়েই এসে ভিড় করে – ভালোই তো, আখেরে কাজে লাগবে৷

সেনেগালে পরিবর্তন আনছে যারা

পরিবর্তনের হাওয়া

রু গি বা বললেন, ‘‘আমরা যেমন তরুণ, তেমন প্রবীণ পুরুষদের সঙ্গে গ্রাম সংক্রান্ত সব কিছু নিয়ে কথা বলি৷ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল, আমরা গ্রাম পঞ্চায়েতে অন্যান্য দিমিত্রা ক্লাবগুলোর মতো আমাদের দৃষ্টিভঙ্গি পেশ করি৷ গ্রামের ভালোমন্দ নিয়ে বিচার করার সময় আমাদের মতামতগুলোও বিবেচনা করা হয়৷ সেটাই হল সবচেয়ে বড় পরিবর্তন৷ আগে আমাদের গাঁয়ের বিষয়-আশয় সম্পর্কে কোনো কিছু বলার সুযোগ ছিল না৷’’

সারে বুবু-তে প্রায় ১৬০ জন মানুষের বাস৷ কাছাকাছি কোনো বড় শহর নেই৷

শস্য প্রায় পেকে উঠেছে৷ কিন্তু প্রতিবারের মতো এবারেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফসল খুব ভালো হবে না৷ বৃষ্টি হলেও, অনুর্বর জমির উপর দিয়ে সেই পানি বয়ে যায়৷ বন কাটার ফলে মাটি আলগা হয়ে গেছে, বর্ষায় পানিতে তা সহজেই ভেসে যায়৷ আজ ঠিক সেই বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছে৷ আলোচনা শুরু করেছেন গ্রামের প্রধান৷

গ্রামের চারটি দিমিত্রা ক্লাব পর পর তাদের মতামত ও সুপারিশ পেশ করলো৷

নতুন-পুরাতন

এলাকার সব গ্রাম যে এই প্রকল্পে সামিল, এমন নয়৷ কিছু গ্রামের মোড়ল নিজেদের প্রভাব-প্রতিপত্তি নিয়ে চিন্তিত – তারা চান অতীতের প্রথাগত কাঠামো, যেখানে শুধু প্রবীণদেরই কিছু বলার থাকত৷

সারে বুবু গ্রামের প্রধান বুবু দিয়ালো বললেন, ‘‘ক্লাবগুলো কাজ শুরু করা যাবৎ পরিবেশ একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে৷ বাড়ির ভিতরে বা চারপাশে সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, কেননা পরিচ্ছন্নতা ছাড়া স্বাস্থ্য ভালো থাকে না৷ সমাজ হিসেবে আমাদের গ্রামের কুয়োগুলোর আরো ভালোভাবে দেখাশোনা করতে হবে, নয়তো খরার সময় কোনো পানি থাকবে না – না আমাদের জন্য, না বারোয়ারি বাগানগুলোর জন্য৷ দেখুন, আমরা ইতিমধ্যেই এ সব সমস্যার সমাধান বার করে ফেলেছি৷’’

বর্ষার পানি ধরে রাখার জন্য ছোট ছোট পাথরের বাঁধ তৈরি করা হয়েছে৷ লক্ষ্য হল, গ্রামের মাটিকে আবার উর্বর, আরো ফলদায়ী করা৷

তা বলে সব গ্রাম যে তাদের বারোয়ারি জমি থেকে মুনাফা করতে পারে, তা নয়৷ সবচেয়ে বড় দু'টি সমস্যা হল, মালমশলা ও সাজসরঞ্জাম সংগ্রহের জন্য স্থানীয় সংগঠনগুলির সাহায্য পাওয়া৷

এফএও সেনেগাল-এর মাখফুস সার বললেন, ‘‘দীর্ঘমেয়াদি সূত্রে গ্রামসমাজ ও কর্তৃপক্ষের মধ্যে সরাসরি তথ্যের আদানপ্রদান হওয়া চাই, যাতে কর্তৃপক্ষ জানতে পারেন, অকুস্থলে কী ঘটছে৷ আমাদের মতো সমন্বয়কর্তা ছাড়াই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিজেদের ধ্যানধারণা ও পরিকল্পনাগুলির জন্য তাগিদ দেওয়া – দিমিত্রা ক্লাবগুলির সেটাই শিখতে হবে৷’’

ব়্যাপ গানের গায়ক নেগার দু তাম্বা-র বাস কাছের প্রাদেশিক রাজধানী তাম্বাকুন্দায়৷ তিনিও চান সেনেগালের সাবেক গ্রাম সংস্কৃতিকে আধুনিক জগতের সঙ্গে যুক্ত করতে৷ তাঁর একটি ব়্যাপ গানটির উপজীব্য হল, দিমিত্রা ক্লাবগুলি থেকে যে ধরনের নতুন ধ্যানধারণা জন্ম নিচ্ছে ও গোটা গ্রামসমাজের কাজে লাগছে৷

সারা বুবু গ্রামের তরুণ-তরুণীদের পক্ষে এই ক্লাব বা আলোচনা চক্রগুলি হলো স্বাধীনতা ও স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ৷

টোমাস মান্ডলমায়ার/এসি