হত্যা করা হচ্ছে কন্যা সন্তানের ভ্রূণ | পাঠক ভাবনা | DW | 26.05.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

হত্যা করা হচ্ছে কন্যা সন্তানের ভ্রূণ

গতকাল সমাজ জীবন পাতায় ‘মেয়ে শিশু হওয়ার অপরাধে ভারতে ভ্রূণ হত্যা’ শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ উক্ত প্রতিবেদনে বলা হয়েছে জন্মের আগেই সন্তানের লিঙ্গ শনাক্ত করতে পারার কারণে গর্ভপাত করে হত্যা করা হচ্ছে কন্যা সন্তানের ভ্রূণ

এটা বিজ্ঞানের অপব্যবহার৷ আমরা সব সময়ই জানি বিজ্ঞানীরা যখন কোন কিছু আবিষ্কার করেন তখন তা অবশ্যই মানুষের উপকারের জন্য৷ এখন মানুষ ঠিক করবে যে, সে এটা ভাল কাজে না খারাপ কাজে ব্যবহার করবে৷ আবিষ্কার করা বিজ্ঞানী বা গবেষকদের কাজ কিন্তু ব্যবহার করার অধিকার সকল মানুষের৷ এখন যদি কেউ বিজ্ঞানের এ অবদানকে কোন খারাপ কাজে ব্যবহার করে তা তো বিজ্ঞানীরা ঠেকাতে পারবে না৷ কোন মানুষ যখন একটি প্রাণ দান করার ক্ষমতা রাখে না তখন প্রাণ নেবার ক্ষমতাও তার দেখানো উচিত নয়৷ আমার মনে হয় এমন এক সময় আসবে তারা তাদের ভুল অবশ্যই বুঝতে পারবে৷ আমরা আশা করছি খুব শীঘ্রই মানুষের এ ধারণার পরিবর্তন ঘটবে এবং মানুষ বিজ্ঞানের এ আবিষ্কারকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করবেন এবং একটি সুন্দর আগামী পৃথিবী নতুন প্রজন্মকে উপহার দেবার জন্য সচেষ্ট হবেন৷ ভ্রূণ হত্যা মহাপাপ এটা সকল ধর্ম কর্তৃক স্বীকৃত৷

‘শিলাবৃষ্টির পিছনেও ব্যাকটেরিয়া'প্রতিবেদনটি পড়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম৷ বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণার ফলে আমরা নানা তথ্য জানতে পারছি যা মানুষ কোনদিন কল্পনাও করেনি৷ আর এ সকল তথ্য প্রতিনিয়ত আমাদের সামনে তুলে ধরছে ডয়চে ভেলে৷ ডয়চে ভেলের মাধ্যমেই আমরা নিজেদের দেশসহ বিশ্বের তরতাজা নানা সংবাদ, চলতি ঘটনা, খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তি, সমাজ জীবন, সংস্কৃতি বিনোদন ইত্যাদি সম্পর্কে জানতে পারছি৷ যেমন সয়ডোমোনাস সিরিঙ্গে নামক ব্যাকটেরিয়ার কারণে আকাশে আকাশে স্ফটিকের মতো বরফের ক্রিস্টাল জমে জমে বরফের শিলা গড়ে ওঠে এবং পরবর্তীতে তা শিলাবৃষ্টি হয়ে পৃথিবীর বুকে নেমে এসে আমাদের জনজীবনে বিপত্তি ঘটায়৷ অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারলাম যে, আমাদের অনককিছুই ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে৷ তাই ভালগুলো বাদ দিয়ে বাকি ব্যাকটেরিয়াগুলোকে নিয়ন্ত্রণে আনার কোন উপায় নেই কি? মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

গতকাল ওয়েবসাইটের বিভিন্ন পাতায় বিভিন্ন শিরোনামের ছবি দেখলাম যা আমাদের খুব ভালো লাগলো৷...প্রতিটি ছবি মনযোগ দিয়ে দেখলাম ও তথ্যগুলো পড়লাম৷ ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটটি ছবিগুলোর জন্য আরো বেশি সমৃদ্ধ হচ্ছে৷ ধনবাদান্তে, কৃষ্ণপদ বাইন, নরেশ হালদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

‘ছাইমেঘে জার্মানির দু'টি বিমানবন্দরের ফ্লাইট বাতিল' এই শিরোনামের প্রতিবেদনে ডয়চে ভেলের ওয়েবসাইটে দেয়া প্রথম ছবিটা দেখে অবাক হয়েছি৷ কিভাবে গোটা আকাশটা ধোঁয়াতে ঢেকে আছে৷ আইসল্যান্ডে অগ্নুৎপাতের ফলে আকাশে ধোঁয়ার আবির্ভাব৷ বেশ কিছুদিন আগে আপনাদের মাধ্যমে জেনেছিলাম যে আকাশে ধোঁয়ার কারণে লুফথানসা বিমানের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছিলো৷ এখনো প্রায় একই ছবি দেখলাম৷ ওয়েবসাইটের ছবিগুলো খুবই প্রাণোবন্ত যা দেখে মনটা খুবই খারাপ হলো৷ কত মানুষ বিমানবন্দরে হতাশ হয়ে বসে বা শুয়ে আছে৷ প্রকৃতির কাছে আমরা হেরে যাচ্ছি৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ৷

সংস্কৃতি বিনোদন পাতায় ‘আজ নজরুলের ১১২তম জন্মজয়ন্তী' প্রতিবেদন পড়ে খুব ভালো লাগলো৷ আমরা ক্লাবের তরফ থেকে নজরুল জয়ন্তী পালন করেছি৷ কবি নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান, প্রভাতফেরি ও আলোচনাসভার আয়োজন করা হয়েছিলো৷ বিধান সান্যাল, রেডিও মস্কো লিসনার্স ক্লাব, ঢাকা কলোনী, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক