1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডে সারাক্ষণ নিজেকে প্রমাণ করতে হয়: অনিল কাপুর

২৫ জুন ২০১১

গোটা বিশ্বে হলিউডের ছবির জয়জয়কার৷ তার মধ্যেই এখন ভারত পেরিয়ে নানা দেশে জায়গা করে নিচ্ছে বলিউডের হিন্দি সিনেমা৷ বলিউডের অনেক মুখকে এখন দেখা যাচ্ছে হলিউডের ছবিতে৷ কিন্তু দুই জায়গার ছবিতেই ভিন্নতা রয়েছে৷

https://p.dw.com/p/11jQr
Bollywood actor Anil Kapoor at a press conference during the promotion of his upcoming film "Aisha" in Mumbai. Der indische Bollywoodschauspieler Anil Kapoor bei einer Pressekonferenz anlässlich der Promotiontour für seinen neuen Film "Aisha" in Mumbai. Foto: UNI, 16.07.2010
অনিল কাপুরছবি: UNI

সেই ভিন্নতাটা বেশ ভালোভাবে ধরতে পারছেন অনিল কাপুর৷ একটা সময় বলিউডের অন্যতম নায়ক অনিল কাপুর গত বেশ কিছুদিন ধরে হলিউডের ছবিতে অভিনয় করছেন৷ তবে পার্শ্বচরিত্রে৷ অস্কার জয়ী স্লামডগ মিলিওনেয়ার ছবিতে অভিনয় করেই হলিউডের নজরে চলে আসেন এই ভারতীয় অভিনেতা৷ এরপর হলিউডের টিভি সিরিজ টোয়েন্টি ফোর এবং টম ক্রুজের মিশন ইম্পসিবল ফোর ছবিতেও অভিনয় করেছেন তিনি৷ আর কিছুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে মিশন ইম্পসিবল সিরিজের চতুর্থ ছবিটি৷ এছাড়া হলিউডের ক্লিভ ওয়েনের সঙ্গেও এখন কাজ করছেন অনিল কাপুর৷

বলিউড থেকে হলিউডের এই যাত্রায় নতুন অভিজ্ঞতার পাশাপাশি দুই জায়গার পার্থক্যটাও বেশ বুঝতে পারছেন অনিল কাপুর৷ সিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই পার্থক্যটা তুলে ধরেছেন তিনি৷ ‘‘ত্রিশ বছর ধরে মূল চরিত্রে অভিনয় করার পর যে কেউ ধরে নেয় যে, সে যেটা করছে সেটাই ঠিক৷ এবং একই ধরণের চরিত্রে সে অভ্যস্ত হয়ে পড়ে৷ বলিউডে নায়ককে কেন্দ্র করেই সবকিছু ঘটে৷ এমনকি আপনি যদি কয়েকটি দৃশ্যে খুব খারাপ করেন তাতে কিছু এসে যায় না, কারণ আপনিই এখানে মূল ব্যক্তি৷ মাঝে মধ্যে দর্শকরা কেবল নায়ককে দেখতে সিনেমা হলে যায়, সে কী বলছে সেটা তাদের মাথাতে থাকে না৷ কিন্তু হলিউডে আপনি কেবলই একজন অভিনেতা, এবং আপনাকে সবসময় নিজেকে প্রমাণ করতে হবে'', বলেন অনিল কাপুর৷ তবে এই পার্থক্যটা তাঁকে কোন অসুবিধায় ফেলেনি৷ বরং এর ফলে ছবির চরিত্রে নিজেকে আরও জীবন্ত মনে হয় বলে জানান বলিউডের তারকা অনিল কাপুর৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক