1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেক্সাসের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

৩১ আগস্ট ২০১৭

হারিকেন হার্ভের প্রভাবে বন্যাকবলিত হিউস্টনের কাছেই একটি রাসায়নিক কারাখানায় পরপর দু'টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ এরপর কারখানা থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায়৷ কারখানার আশেপাশের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে৷

https://p.dw.com/p/2jA1z
USa Texas Hurrikan Harvey Chemiefabrik Arkema
ছবি: picture-alliance/AP Photo/Houston Chronicle/G.A. Vasquez

টেক্সাসের ক্রসবিতে আরকেমা রাসায়নিক প্ল্যান্টের আশেপাশের প্রায় ২ দশমিক ৪ কিলোমিটার এলাকা থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে৷ কারখানার সব শ্রমিককেও সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ কারখানায় কালো ধোঁয়া দেখার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷

প্ল্যান্টের ম্যানেজার ‘বিস্ফোরণের' কথা বললেও স্থানীয় কর্তৃপক্ষ বারবারই এটাকে ‘রাসায়নিক বিক্রিয়া' বলে উল্লেখ করছে৷

আকাশ থেকে তোলা কারখানার ভিডিও এবিসি নিউজে প্রচার করা হয়েছে৷ ভিডিওতে পানির নীচ থেকেও ছোট আকারে আগুন ও ধোঁয়া উড়তে দেখা গেছে৷

জন ভিলারিয়েল নামের স্থানীয় এক বাসিন্দা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘‘আমি প্রচুর ধোঁয়া দেখতে পেয়েছি, ধোঁয়ার মধ্যে মাঝেমধ্যে আগুনের শিখাও দেখা যাচ্ছিল৷'' তিনি বলেন, ‘‘অ্যারোসলের বোতল আগুনে পড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দ আমরা শুনতে পাচ্ছিলাম৷''

কর্তৃপক্ষ বাসিন্দাদের সরিয়ে নেয়ার কথা বললেও রাসায়নিক কারখানাটির সাবেক কর্মী ভিলারিয়াল জানিয়েছেন, কোনো স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় তার অনেক প্রতিবেশীই এখনও সেখান থেকে সরে যাননি৷

তবে যেসব সংবাদকর্মী কারখানার সবশেষ তথ্য জানাচ্ছেন, তাদের অন্তত ৮ কিলোমিটার দূরে সরে যেতে বলা হয়েছে৷

আরো কিছু বিস্ফোরণ ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে আরকেমা কর্তৃপক্ষ৷ তবে রাসায়নিকে লাগা এই আগুন নিজে থেকে জ্বলে শেষ হতে দেয়া ভালো বলে মনে করছে তারা৷

হ্যারিস কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের সাথে যাওয়ায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে প্রাথমিক চিকিৎসার পরই তাদের ছেড়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ৷ শেরিফ এড গনজালেজ জানিয়েছেন, কারখানাটির ফলে এই এলাকায় কোন স্বাস্থ্যঝুঁকি আছে বলে তারা মনে করেন না৷ যারা সরে যাননি, তাদেরও কোন হুমকিতে পড়তে হবে বলেও মনে করেন না তিনি৷

কারখানাটিতে প্লাস্টিক রেজিন, পলিস্টিরিন এবং পেইন্টের মতো জিনিস তৈরিতে ব্যবহৃত অর্গ্যানিক পারঅক্সাইড উৎপাদন করা হতো৷

বন্যার জলে রাসায়নিক

কারখানার রাসায়নিক বন্যায় জলে মিশতে পারে বলে আগেই সতর্ক করে দিয়েছিল আরকেমা কর্তৃপক্ষ৷ ‘‘সেক্ষেত্রে আমরা আশা করছি পানির সংস্পর্শে এসে অর্গ্যানিক পারঅক্সাইড দ্রুতই হাইড্রোকার্বন এবং অ্যালকোহলে রূপান্তরিত হবে'', বিবৃতিতে জানিয়েছে কারখানাটি৷ এর ফলে তেলের মতো পদার্থ দেখা যাবে এবং অল্প কিছুটা দুর্গন্ধের সৃষ্টি হবে বলেও জানিয়েছে আরকেমা৷ তবে তাতে কোনো পরিবেশগত বা স্বাস্থ্যঝুঁকি হবে না বলে মনে করছে আরকেমা৷

ঝড়ে রাসায়নিক শীতলীকরণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, এরপর বন্যায় ব্যাকআপ জেনারেটরও তলিয়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

হারিকেন হার্ভেরআঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিউস্টন থেকে ৪০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত ক্রসবি৷ ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে কারখানাটির আশেপাশে বিমান চলাচলেও সতর্কতা জারি করা হয়েছে৷ এদিকে, এ দুর্ঘটনার পর বৃহস্পতিবার ফরাসি এই রাসায়নিক উৎপাদন প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছেন ২ দশমিক ৩ শতাংশ৷

এডিকে/ডিজি (এএফপি, এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য