1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তদন্তে অগ্রগতি নেই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ জুলাই ২০১৩

গত মে মাসে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও মতিঝিলে সমাবেশকে কেন্দ্র করে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে অগ্রগতি হয়নি৷ তাত্‍ক্ষণিকভাবে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তার বাইরে নতুন কাউকে গ্রেপ্তারও করা হয়নি৷

https://p.dw.com/p/19Bxk
ছবি: Reuters

তবে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেক জানান, তারা গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছেন৷

গত ৫ই মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ এবং মতিঝিলের শাপলা চত্তরে সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক তাণ্ডবের ঘটনা ঘটে৷ বিশেষ করে মতিঝিল, পুরানা পল্টন, নয়াপল্টন, বায়তুল মোকাররম, তোপখানা ও গুলিস্তান এলাকা ধংসস্তূপে পরিণত হয়৷ গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে হেফাজত কর্মীদের শাপলা চত্তর থেকে উচ্ছেদ করে যৌথ বাহিনী৷ ৫ই মে থেকে ৬ই মে ভোর পর্যন্ত এইসব ঘটনায় মোট ১৯ জন নিহত হন এবং ঢাকায় মোট ৩৬টি মামলা হয়৷ হেফাজত, জামায়াত ও বিএনপি-র নেতা-কর্মীসহ কয়েক হাজার লোককে এইসব মামলায় আসামি করা হলেও, হেফাজতের আমির আল্লামা শফীকে কোনো মামলাতেই আসামি করা হয়নি৷ বরং তাঁকে নিরাপদে চট্টগ্রামে পৌঁছে দেয়া হয়েছিল৷ একমাত্র শীর্ষ নেতা মাওলানা জুনায়েদ বাবুনগরীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হলেও তিনি পরে জামিনে ছাড়া পান৷ তবে তাত্‍ক্ষণিকভাবে পুলিশ হেফাজতের ৪০ জন কর্মীকে গ্রেপ্তার করে৷ তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর, এখন তাঁরা কারাগারে আছেন৷

৩৬টি মামলার তিনটির তদন্ত করছে গোয়েন্দা বিভাগ৷ বাকি ৩৩টি মামলা তদন্ত করছে থানা পুলিশ৷ কিন্তু মতিঝিলসহ কোনো থানার তদন্ত কর্মকর্তাই মামলার তদন্তে অগ্রগিত সম্পর্কে মন্তব্য করতে চাননি৷ তাঁদের কথা, তদন্ত পর্যায়ে কথা বলায় বাধা আছে৷ তবে তাঁরা সবাই জানান যে, নতুন কোনো গ্রেপ্তার নেই৷

ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান যে, তাঁরা সরকারের নির্দেশের অপেক্ষায় আছেন৷ আর এখন একটু ধীরে চল নীতি গ্রহণ করেছেন তাঁরা৷ ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম অবশ্য জানান যে, তাঁরা মামলাগুলোর তদন্ত অব্যাহত রেখেছেন এবং নিয়মিত মনিটর করছেন৷ তিনি জানান, এখন তারা ছোটখাট নয় মূল আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছেন৷ হেফাজতের শীর্ষ নেতাদের মধ্যে মাওলানা মঈনুদ্দীন, রুহি, নূর হোসাইন কাসেমী, লতিফ নিজামীসহ আরো অনেকে এই মামলার আসামি৷ মনিরুল ইসলাম জানান, মূল আসামিরা সম্ভবত আত্মগোপনে আছেন৷ মোবাইল ফোনও বন্ধ৷ তবে মাঝে মধ্যে তাঁদের ইফতার পার্টিসহ ধর্মীয় অনুষ্ঠানে দেখা যায় ৷ তাই সে সব জায়গাতেই তাঁদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে৷ এই যেমন, গত সপ্তাহে হেফাজত ঢাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিল৷ তবে পুলিশের তত্‍পরতার মুখে তা পণ্ড হয়ে যায়৷ যুগ্ম কমিশনার মামলার তদন্তে ধীরে চলো নীতির কথা অস্বীকার করে বলেন, আইনের নিজস্ব গতিতেই মামলার তদন্ত হচ্ছে৷

এদিকে গোয়েন্দা বিভাগের হাতে থাকা তিনটি মামলার তদন্ত অগ্রগতি জানতে চাইলে উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেন, মামলার তদন্ত আরো জোরদার করা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য