1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১১ সালে যে প্রযুক্তি পণ্যগুলো নজর কাড়বে

৪ জানুয়ারি ২০১১

গেল বছর অর্থাৎ ২০১০ সালের সেরা প্রযুক্তি পণ্যটি ছিল আইপ্যাড৷ অ্যাপলের তৈরি এই ট্যাবলেট কম্পিউটারটি বছরের একেবারে প্রথমে বাজারে আসলেও আলোচনায় থাকে সারা বছর৷

https://p.dw.com/p/ztFY
customer, Apple, iPad, store, ২০১১, প্রযুক্তি, পণ্য, নজর, Google, Chromium, Tablet-PC, আইপ্যাড, ভোক্তা, ট্যাবলেট, কম্পিউটার
আইপ্যাড ব্যবহার করছেন এক ভোক্তাছবি: AP

এমনকি নতুন বছর শুরু হয়ে গেলেও আইপ্যাডকে নিয়ে আলোচনা থেমে নেই৷ কারণ বিভিন্ন বিশ্বখ্যাত কোম্পানি আইপ্যাডের প্রতিদ্বন্দ্বী পণ্য বাজারে ছাড়তে যাচ্ছে৷ যেমন এইচপি, ব্ল্যাকবেরি ফোন নির্মাতা রিম, মটোরোলা, ডেল, আসুস, সিসকো, লেনোভো সবাই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে নতুন ট্যাবলেট কম্পিউটার বাজারে আনতে৷ তবে এসব কোম্পানির মধ্যে এগিয়ে আছে স্যামসাং৷ কারণ গত বছরের সেপ্টেম্বরেই তারা তাদের ট্যাবলেট কম্পিউটার বাজারে নিয়ে আসে৷

কিন্তু প্রশ্ন হচ্ছে, আইপ্যাড যে জনপ্রিয়তা পেয়েছে তা কি অন্য ট্যাবলেট কম্পিউটারগুলো পাবে? প্রযুক্তি বিশেষজ্ঞরা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ কারণ প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে একটা কথা সত্য৷ সেটা হলো, নতুন প্রযুক্তি পণ্য সেটা যেমনই হোক মানুষের নজর কাড়ে৷ পরবর্তীতে ঐ পণ্যের চেয়েও বেশি সুবিধা নিয়ে আসা একই রকম আরেকটি পণ্য মানুষের কাছে সাধারণত জনপ্রিয়তা পায় না৷ এবারও সেরকমই আশা করছেন বিশেষজ্ঞরা৷ এদিকে অ্যাপলও বসে থাকবে না৷ তারা চাইবে আইপ্যাডে থাকা অসুবিধাগুলো দূর করতে৷ ফলে এবারও সারা বছর আলোচনায় থাকতে পারে আইপ্যাড৷

Google, Chromium, Tablet-PC
একটি ট্যাবলেট কম্পিউটারছবি: The Chromium Authors

এবার সামাজিক যোগাযোগ বিষয়ক ওয়েবসাইট প্রসঙ্গ৷ গত বছর ফেসবুক আর টুইটারে মেতে ছিল বিশ্ব৷ আর তাতেই মাথা গরম গুগলের৷ তাইতো ‘গুগল মি' নামের পণ্য বাজারে আসছে বলে গুজব শোনা যাচ্ছে৷ গুগল আশা করছে, এর মাধ্যমে তারা ফেসবুককে একটা শক্ত প্রতিযোগিতার মধ্যে ফেলে দিতে পারবে৷২০১১ সালে ‘ক্লাউড কম্পিউটিং' এর জনপ্রিয়তা বেশ বাড়বে বলে বিশেষজ্ঞরা বলছেন৷ কিন্তু কেন? চলুন তার আগে জেনে নিই ক্লাউড কম্পিউটিং বিষয়টা কী৷ ধরুণ, আপনার একটি কম্পিউটার আছে৷ সেটা একটি সার্ভারের সঙ্গে যুক্ত৷ ব্যস, তাহলে আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন ইন্টারনেটের সাহায্যে সার্ভার কম্পিউটারে থাকা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন কিংবা ফাইল সব ব্যবহার করতে পারবেন৷প্রযুক্তিটা নতুন৷ তাই এখনো তেমন একটা জনপ্রিয়তা পায়নি৷ কিন্তু এ বছর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে ক্লাউড কম্পিউটারের ব্যবহার বাড়বে৷ এর পেছনে মূল কারণ তিনটি৷ প্রথমত: সহজে প্রবেশ৷ মানে, ইন্টারনেট ব্যবহার করে আপনি সার্ভার থেকে সহজেই প্রয়োজনীয় তথ্যটি পেয়ে যাবেন৷ দ্বিতীয়ত: খরচ৷ আজকাল কম খরচের যুগ৷ সবাই চায়, যে কোনো জায়গা থেকে খরচ কমাতে৷ আর ক্লাউড কম্পিউটিং এক্ষেত্রে একটা উপায় হতে পারে৷ কারণ, এর ফলে এখন থেকে আর নিজস্ব তথ্য সংরক্ষণ ব্যবস্থা তৈরি করার দরকার নেই৷ প্রয়োজন নেই, সেটা রক্ষণাবেক্ষণেরও৷ কারণ কেন্দ্রীয় সার্ভারে আপনার জিনিস রেখে আপনি যখন খুশি ব্যবহার করতে পারেন৷ সাম্প্রতিক এক জরিপ বলছে, যে কোনো প্রতিষ্ঠান তার আইটি বাজেটের প্রায় ১৮ শতাংশ কমাতে পারবে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে৷

আর তিন নম্বর কারণটি হলো, ব্যাকআপ রাখার সুবিধা৷ অনেকেই আছেন যারা নিজের কম্পিউটারে কোনো কিছুর ব্যাক আপ রাখতে জানেন না৷ ক্লাউড কম্পিউটিং করলে তাদের সেই সমস্যাও দূর হয়ে যাবে৷

এবছর হার্ড ড্রাইভের ধারণক্ষমতা বেড়ে দাঁড়াবে ৩ টেরাবাইটে৷ এবং দাম থাকবে বাজেটের মধ্যেই৷ নোটবুকে ইন্টারনেট ব্যবহারও গতি পাবে ২০১১ সালে৷ এছাড়া রাউটার ব্যবস্থার এতো উন্নতি হবে যে, একই সঙ্গে গান শোনা ও ডাউনলোডের কাজ করা হলেও সেটা ইন্টারনেটকে ধীরগতির করে দেবে না৷ ইউএসবি ব্যবহারেও আসবে গতি৷ বাজারে ইতিমধ্যে চলে এসেছে ইউএসবি ৩.০৷ কিন্তু এখনো ততটা জনপ্রিয়তা পায়নি৷ তবে এবছর সেটা জনপ্রিয়তা পাবে বলে বিশেষজ্ঞদের আশা৷

সবশেষে মোবাইল ফোন সেটের খবর৷ ২০১১ সালে নতুন নতুন মডেলের মোবাইল সেট পাওয়া যাবে৷ এছাড়া স্মার্টফোন হিসেবে পরিচিত ব্ল্যাকবেরি ও আইফোনের সঙ্গে যোগ হবে আরও অন্যান্য মডেলের ফোন৷ আর গুগলের অ্যানরয়েড ও মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে আরও নতুন নতুন সেবা যোগ করবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম