1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আশ্রয়প্রার্থীদের আটকের প্রস্তাব অস্ট্রিয়ার

২৬ ফেব্রুয়ারি ২০১৯

নিরাপত্তার জন্য হুমকি মনে হলে আদালতের অনুমতি ছাড়াই যে-কোনো আশ্রয়প্রার্থীকে আটক করতে পারবে অষ্ট্রিয়ার আইন-শৃঙ্খলা বাহিনী৷ দেশটির সরকার সোমবার এ সংক্রান্ত একটি আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন৷

https://p.dw.com/p/3E7B0
Brüssel Sebastian Kurz, Bundeskanzler Österreich
ছবি: Getty Images/AFP/E. Dunand

নতুন এই আইন প্রণীত হলে কর্তৃপক্ষ সন্দেহভাজন যে কাউকে আদালতের অনুমতি ছাড়াই আটক করার ক্ষমতা পাবে এবং আটক ব্যক্তিকে নিরাপত্তা শিবিরে রাখা হবে৷

অষ্ট্রিয়াতে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে আশ্রয় নিতে আসা ব্যক্তিদের ‘অভ্যর্থনা কেন্দ্রে' রাখা হয়৷ প্রস্তাবিত এই আইনের অংশ হিসেবে দেশটির অভ্যর্থনা কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘প্রস্থান কেন্দ্র' করা হচ্ছে৷

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্ৎস সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী কর্তৃপক্ষ কাউকে আটক করতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অপরাধ করা বা এর পরিকল্পনা করা, ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে৷ তবে আটককৃত ব্যক্তির বিষয়টি আদালতের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই পরিচালিত হবে বলে জানান তিনি৷

তবে প্রস্তাবিত এই আইন পাস হতে হলে দুই-তৃতীয়াংশ সাংসদের ভোটের প্রয়োজন হবে, যা অনেকটা অনিশ্চিত৷ কেননা দুই-তৃতীয়াংশ ভোট পেতে হলে ক্ষমতাসীনদের বিরোধী দলের ভোটের উপর নির্ভর করতে হবে৷

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হ্যার্বার্ট কিকেল বলেন,  শরণার্থীদের আটক করার বিষয়ে এ ধরণের আইন শুধু অষ্ট্রিয়াই করছে না৷ ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, নেদারল্যান্ড ও হাঙ্গেরিও এই ধরণের আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানান তিনি৷

গত ফেব্রুয়ারিতে দেশটির একজন সরকারি কর্মকর্তাকে তুরস্কের বংশোদ্ভূত এক আশ্রয়প্রার্থী ছুরিকাঘাত করে৷ আশ্রয়প্রার্থী এ ব্যক্তির বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ২০০৯ সালে তাঁকে বের করে দেয়া হয়৷ পরে তিনি আবার অষ্ট্রিয়াতে এসে আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করেন৷ এ ধরনের ঘটনার প্রেক্ষাপটেই শরণার্থী বিষয়ে নতুন করে ভাবছে অষ্ট্রিয়া সরকার৷

এদিকে, নতুন এই আইনের বিষয়ে তুরস্কের এই আশ্রয়প্রার্থীর বিষয়টি উল্লেখ করলেও স্বরাষ্ট্রমন্ত্রী হ্যার্বার্ট কিকেল বলেন, তাঁরা মূলত অষ্ট্রিয়াতে অভিবাসীদের আশ্রয়ের আবেদনের ব্যাপারে নিরুৎসাহিত করতে আইনটি করতে যাচ্ছেন৷

আরআর/ জেডএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান