1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

৯ মে ২০১৯

পেট্রোলিয়ামের পর ইরান থেকে ধাতু আমদানির উপরেও নিষেধাজ্ঞার ঘোষণা করেছে ওয়াশিংটন৷ ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন না করেও নতুন কার্যকলাপ শুরু করছে৷ ইউরোপ দোটানায় পড়েছে৷

https://p.dw.com/p/3ICzv
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই
ছবি: Imago/UPI//Imago/Russian Look

ক্ষমতায় আসার পর থেকেই ইরানের সঙ্গে আন্তর্জাতিক সমাজের পরমাণু চুক্তি বাতিল করতে বদ্ধপরিকর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এক বছর আগে তিনি একতরফাভাবে এই চুক্তি বাতিল করেন৷ তবে বাকি স্বাক্ষরকারী দেশগুলি চুক্তিটিকে চালু রাখার অঙ্গীকার করায় তিনি ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য গোটা বিশ্বের উপর চাপ সৃষ্টি করতে থাকেন৷

তারই আওতায় ইরানের পেট্রোলিয়াম রপ্তানি ধীরে ধীরে বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন৷ যে ৮টি দেশ এ ক্ষেত্রে কিছুদিনের ছাড় পেয়েছিল, সম্প্রতি তার মেয়াদও শেষ হয়ে গেছে৷ ফলে ইরানের আয়ের সবচেয়ে বড় উৎস বন্ধ হয়ে গেছে৷ বুধবার ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে সে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আয়ের উৎস বন্ধ করতে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করেছে৷ এর আওতায় ৯০ দিন পর থেকে ইরানের কাছ থেকে এই সব পণ্য কিনলে যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেবে ওয়াশিংটন৷ ফলে শিল্পক্ষেত্রে ব্যবহৃত ধাতু রপ্তানির পথ বন্ধ হয়ে যাচ্ছে৷ সেইসঙ্গে মার্কিন প্রশাসন আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে৷

ওয়াশিংটন থেকে প্রবল চাপের মুখে ইরান পরোক্ষভাবে আন্তর্জাতিক সমাজের সহায়তা চাইছে৷ বাকি দেশগুলি ইরানকে ট্রাম্প প্রশাসনের রোষ থেকে রক্ষা না করলে সে দেশকে বাধ্য হয়ে অন্য পথে হাঁটতে হবে – এমনই ইঙ্গিত দিচ্ছে তেহরান৷ এই মুহূর্তে পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন না করলেও ইরান পরমাণু কর্মসূচির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিল করার ঘোষণা করেছে৷ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক টেলিভিশন ভাষণে বলেন, আজই পরমাণু চুক্তি শেষ হয়ে যাচ্ছে না৷ তবে তিনি জানিয়েছেন, ৬০ দিনের মধ্যে ইরান নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া আবার শুরু করবে৷ সাধারণত পরমাণু বিদ্যুৎ উৎপাদনের জন্য এমন প্রক্রিয়ার প্রয়োজন হয়৷ এই পদক্ষেপও চুক্তির আওতায় পড়ে৷

ওয়াশিংটন ও তেহরানের সংঘাত শুধু নিষেধাজ্ঞা ও মতবিরোধের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না৷ গত সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা আরও বাড়ানোর ঘোষণা করেছে৷ ইরান পারস্য উপসাগরে হোরমুজ প্রণালী বন্ধ করে দেবার হুমকি দিয়েছে৷ উল্লেখ্য, গোটা বিশ্বে সমুদ্রপথে পেট্রোলিয়াম রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ এই জলপথ দিয়ে চলাচল করে৷ সেই এলাকা ইরানের বৈধ জলসীমার মধ্যে পড়ে৷

এমন প্রেক্ষাপটে ইউরোপ উভয় সংকটে পড়েছে৷ ইরান এ পর্যন্ত পরমাণু চুক্তি লঙ্ঘন না করায় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন চুক্তির শর্ত মেনে চলার পক্ষে সওয়াল করে এসেছে৷ কিন্তু ওয়াশিংটনের চাপে ইউরোপের অর্থনীতিও চাপের মুখে পড়ছে৷ তবে তথাকথিত ‘স্পেশাল পারপাস ভেহিকেল' কাজে লাগিয়ে ইউরোপ ইরানের সঙ্গে ডলারে লেনদেন ছাড়াই বাণিজ্য চালিয়ে যেতে পারে৷ ফ্রান্স ও জার্মানি পরমাণু চুক্তি চালু রাখার অঙ্গীকার করেছে৷ তবে ইরানকে পরমাণু চুক্তি মেনে চলার পরামর্শ দিয়েছে দুই দেশ৷ রাশিয়া ও চীনও পরমাণু চুক্তি কার্যকর করার পক্ষে সওয়াল করেছে৷ এই দুই দেশ ইউরোপের উদ্দেশ্যে নিষেধাজ্ঞা থেকে ইরানের সুরক্ষা নিশ্চিত করার জন্য চাপ দিচ্ছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)