1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনার কথা বলে ১৯ কোটির ফেরারি নিয়ে চম্পট

১৫ মে ২০১৯

গাড়িটি কেনার কথা বলে মালিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি৷ সাক্ষাতের পর প্রায় ১৯ কোটি টাকা মূল্যের ফেরারি গাড়িটি চালাতে চাইলেন৷ আর পরীক্ষামূলকভাবে চালানোর নাম করে দুর্লভ গাড়িটি নিয়ে চম্পটই দিলেন ওই ব্যক্তি৷

https://p.dw.com/p/3IWOZ
Pressebild Polizei Düsseldorf, gestohlener Ferrari
ছবি: Polizei Düsseldorf

 অভিনব এমন চুরির ঘটনা ঘটেছে জার্মানির ডুসেলডর্ফ শহরে৷ কোনো ধরনের চিহ্ন রেখে না যাওয়া ওই চোরকে এখন হন্যে হয়ে খুঁজছে পুলিশ৷

১৯৮৫ সালের মডেলের দুর্লভ ওই ফেরারি গাড়িটি এক সময় ব্রিটিশ রেস ড্রাইভার এডি ইরভিনের মালিকানায় ছিল৷ গাড়িটির বর্তমান মূল্য ২ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকা৷

বিজ্ঞাপন দেখে ওই গাড়িটি কেনার ‘আগ্রহ' প্রকাশ করে সেই ব্যক্তি৷ এরপর মালিকের সঙ্গে দেখার করে পরীক্ষামূলকভাবে চালাতে চান তিনি৷

গাড়ি পরখ করে তিনি যখন চালকের আসন ঠিক করছিলেন, তখন বাইরেই দাঁড়ানো ছিলেন মালিক৷ এক পর্যায়ে হুট করে গাড়ি চালিয়ে উধাও হয়ে যায় সেই লোক৷ হতভম্ভ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না গাড়ির মালিকের৷

এখন পর্যন্ত গাড়ি কিংবা চোরের কোনো হদিস পায়নি পুলিশ৷ কারণ, গাড়ি নিয়ে পালানোর সময় কোনো চিহ্ন পর্যন্ত রেখে যায়নি ওই ব্যক্তি৷ শুধু প্রথম সাক্ষাতে মালিকের সঙ্গে তোলা তার একটি ছবি নিয়েই চলছে সন্ধান৷

‘ফেরারি ৩০৮ জিটিএস' মডেলের গাড়িটি দেখতে আশির দশকের টিভি ধারাবাহিক ম্যাগনাম পিআই-এ প্রাইভেট ইনভেস্টিগেটর থমাস ম্যাগনামের ব্যবহৃত গাড়ির মতো৷ এছাড়া অন্য কয়েকটি টিভি সিরিজেও সেরকম গাড়ি ব্যবহার করা হয়েছে৷

এমবি/এসিবি (এপি, ডিপিএ)