1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোপেনহেগেনে বাংলাদেশের শিশুরা

২৩ ডিসেম্বর ২০০৯

কোপেনহেগেন সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের শিশুরা জানিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের শিশুরা মারা যাচ্ছে৷ তারা হারাচ্ছে তাদের বাবা-মাকে৷ তাদের পড়াশুনা বন্ধ হচ্ছে৷ বাড়ছে শিশু শ্রম৷

https://p.dw.com/p/LCWx
ফাইল ফটোছবি: AP

কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে বিশ্বেও ৪৪টি দেশের শিশু প্রতিনিধি অংশ নিয়েছে৷ বাংলাদেশ থেকেও সেখানে গিয়েছিল ৪ শিশু৷ তারা সবাই জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা৷ ইউনিসেফ তাদের জলবায়ু সম্মেলনে যেতে সহায়তা করে৷ বুধবার ঢাকায় তারা কোপেন হেগেন সম্মেলনে তাদের অভিজ্ঞতা ও কাজের কথা তুলে ধরে৷ ভোলার তরিকুল ইসলাম কোপেনহেগেন সম্মেলনে জানায়, সিডর বা আইলার মত প্রাকৃতিক দুর্যোগে শিশুরা মারা যায়৷ তারা হারায় তাদের বাবা-মাকে৷

নোয়াখালীর ফাতেমা জানায়, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের শিশুরা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ বন্ধ হয়ে যায় তাদের পড়াশোনা৷

রাজশাহীর মিথি কোপেনহেগেন সম্মেলনে জানিয়েছে কিভাবে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করছে৷ উদ্ভাবন করেছে লবণাক্ততা সহনীয় ধান৷ সে শিশু শ্রমের কথাও জানায়৷

আর সাতক্ষীরার আরিফ রহমান কার্টুনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরার আহবান জানিয়েছে৷ ইউনিসেফের সংবাদ সম্মেলনে জানানো হয় সারাবিশ্বে ১৯৯০ সাল এ পর্যন্ত ১ কোটিরও বেশি শিশু জলবায়ু পরিবর্তনের কারণে জীবন হারিয়েছে৷ যার বড় শিকার বাংলাদেশের শিশুরা৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক