1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষিণ সুদানে শান্তি আলোচনা

২ জানুয়ারি ২০১৪

বিশ্বের সবচেয়ে নতুন দেশ দক্ষিণ সুদান৷ গত প্রায় তিন সপ্তাহ ধরে সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত৷ জাতিসংঘের হিসেবে দক্ষিণ সুদানে সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে৷ ঘর ছাড়া হয়েছে প্রায় দুই লাখ৷

https://p.dw.com/p/1AkFZ
Konflikt im Südsudan Regierungssoldat 30.12.2013
ছবি: Reuters

সহিংসতার শুরু ডিসেম্বরের ১৫ তারিখ৷ সেসময় প্রেসিডেন্ট সালভা কির একসময় তাঁর অধীনে ভাইস প্রেসিডেন্ট থাকা রিক মাচারের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ এনেছিলেন৷ রিক মাচার অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন৷

সমস্যার সমাধানে ইথিওপিয়ায় বৃহস্পতিবার থেকে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা৷ এ লক্ষ্যে সরকার ও বিদ্রোহীদের একটি করে প্রতিনিধি দল আদ্দিস আবাবায় পৌঁছেছেন৷ আলোচনার একটা অন্যতম উদ্দেশ্য হলো সাময়িক যুদ্ধবিরতি৷

ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এখন আপাতত অনানুষ্ঠানিক কথাবার্তা হবে৷ আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে কয়েকদিন লেগে যেতে পারে৷ বিদ্রোহীদের নেতা রিক মাচারও জানিয়েছেন, তিনি কোনো এক সময় আলোচনায় যোগ দিতে পারেন৷

Konflikt im Südsudan Regierungssoldat 30.12.2013
সুদানের বিদ্রোহীরা...ছবি: Reuters

এদিকে প্রেসিডেন্ট সালভা কির স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিদ্রোহীদের সঙ্গে ক্ষমতার ভাগাভাগিতে যাবেন না তিনি৷ ফলে আলোচনার সফলতা নিয়ে আশঙ্কা করাই যেতে পারে৷

তবে দুই পক্ষ যে আলোচনা করতে প্রতিনিধি পাঠিয়েছে তাতেই খুশি দক্ষিণ সুদান বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিলডে জনসন৷

জরুরি অবস্থা

দক্ষিণ সুদানের ১০টি রাজ্যের মধ্যে দুটিতে– ইউনিটি ও জঙলেই– জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার৷ অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে সরকার এই ঘোষণা দেয়৷ ঐ দুটি রাজ্যে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে৷ এছাড়া গত দুই সপ্তাহে তিনবার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বদল হওয়া ‘বোর' রাজ্যের নিয়ন্ত্রণ ফিরে পেতে সরকার আরও বেশি করে সেখানে সৈন্য পাঠাচ্ছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য