1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনপ্রিয় হচ্ছে কুশিকাঁটার ব্রেসলেট

মিশায়েল কাডারাইট/এআই৪ জানুয়ারি ২০১৪

কুশিকাঁটা....কি, নামটা পরিচিত মনে হচ্ছে! আমাদের মা, খালারা কিন্তু বহু আগে থেকেই কুশিকাঁটা দিয়ে তৈরি করছেন ব্যাগ, কাপড়, শাল৷ এবার কুশিকাঁটার তৈরি ব্রেসলেট সাড়া ফেলেছে ইটালিতে৷ বিক্রি হচ্ছে লাখ লাখ ব্রেসলেট৷

https://p.dw.com/p/1AkjR
ছবি: Isna

মিলানের ফ্যাশন স্ট্রিটের ছোট একটি বুটিকের খদ্দেররা নকশা করা ডিজাইনার গহনা চান৷ পাঁচ থেকে পনেরো ইউরোর মধ্যে দাম হওয়া চাই৷ তাদের এই চাহিদা মেটাচ্ছে কুশিকাঁটা দিয়ে তৈরি রঙিন ব্রেসলেট৷ চমৎকার নটিংয়ের ব্রেসলেটগুলো ফ্যাশন সচেতনদের কাছে আদর্শ৷ বিশ্বের প্রায় সব প্রান্তের খদ্দেররা এগুলো পছন্দ করেন৷ প্রায় একশো রং এবং অসংখ্য ডিজাইনের ব্রেসলেট দোকানটিতে পাওয়া যায়৷

খদ্দেরদের ভিড়ের শুরুটা হয়েছিল ২০১১ সালের গ্রীষ্মে, যখন কাশ্মীরি পশম প্রস্তুতকারক লুকা কাপরাই কুশিকাঁটা ব্রেসলেট বাজারে আনেন৷ তাঁর দোকান ক্রুচিয়ানির সামনে লম্বা লাইন লেগে যায়৷ এমনকি তারকারাও এই ব্রেসলেট ব্যবহার শুরু করেন৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি কখনো কল্পনাও করিনি এত বিক্রি হবে৷ আমাদের ধারণা ছিল সুবিবেচক, সাধারণ মানুষ এগুলো পরবে৷ কিন্তু তারপর হঠাৎ একদিন একটি ছবিতে দেখলাম প্যারিস হিল্টন আমাদের তৈরি প্রজাপতি ব্রেসলেট পরেছেন৷ আসলে ভাইরাসে সবাই আক্রান্ত হন৷ তারকা থেকে রাস্তার মানুষ সবাই৷''

কাশ্মীরি পশম বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রুচিয়ানির অবস্থান মিলানে৷ সূক্ষ্ম নিটওয়্যার বিক্রির এই পারিবারিক ব্যবসা বিশ বছর আগে আম্ব্রিয়ায় শুরু হয়েছিল৷ প্রতিষ্ঠানটি যে মেশিনে কাশ্মিরী উলের তৈরি পাশমিনা শাল তৈরি করে, সেই একই মেশিনে নটিং ব্রেসলেটও তৈরি করছে৷

ব্রেসলেটগুলো তৈরিতে পলিয়েস্টার ব্যবহার করা হয়েছে, ফলে এগুলো পরে স্নানও করা যাবে৷ আর এগুলো পরার ‘ক্রেজ' কমার কোনো লক্ষণ নেই৷ পরিস্থিতি এমন যে শুধু ব্রেসলেট বিক্রির জন্য গত বছর নতুন একটি দোকান খুলেছে ক্রুচিয়ানি৷ এখন পর্যন্ত দশ মিলিয়নের বেশি ব্রেসলেট বিক্রি হয়েছে৷

ফ্যাশন সাংবাদিক পাওলা বুলবারেলি শুরু থেকেই এই ট্রেন্ডের দিকে নজর রাখছেন৷ তিনি বিশ্বাস করেন, সৌভাগ্যের প্রতীক সাতটি ক্লোভারপাতা আঁকা ব্রেসলেটগুলো চাহিদার আসল কারণ৷ পাওলা বুলবারালি বলেন, ‘‘আসলে বর্তমান সময়ে মানুষ ভাগ্যের দিকেও খানিকটা নজর দিচ্ছে৷ মোটের উপর এটা কব্জিতেও পরা যায়৷ সম্ভবত শুরু থেকেই সবাই এদিকে গুরুত্ব দিয়েছে৷ খানিকটা ইতিবাচক চিন্তাভাবনা অনেক ক্ষেত্রে সাফল্য বয়ে আনে৷''

আর ব্রেসলেটের মার্কেটিংয়ের ক্ষেত্রেও ক্রুচিয়ানি দক্ষতার পরিচয় দিয়েছে৷ এজন্য তারা মিলানের আলোকচিত্রী জোভানি গাস্টেলের ছবি ব্যবহার করেছে৷ প্রতিষ্ঠানটি ব্রেসলেটের বিশেষ সংস্করণও প্রকাশ করেছে৷ তবে সবচেয়ে সফল ক্লোভারপাতা খচিত ব্রেসলেট৷ এই ডিজাইনের ব্রেসলেট এখন পর্যন্ত চার মিলিয়ন বিক্রি হয়েছে৷

ক্রুচিয়ানির আয়ের একটি বড় উৎস এখন কুশিকাঁটা ব্রেসলেট৷ এখন অবশ্য এই পণ্য নকলও করছে অনেকে, যা লুকা কাপরাইকে উদ্বিগ্ন করে তুলেছে৷ তবে তিনি জানেন, তাঁর সৌভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য