ফ্রি খাবার নিতে লজ্জা করবে কেন? | পাঠক ভাবনা | DW | 23.01.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ফ্রি খাবার নিতে লজ্জা করবে কেন?

যুক্তরাষ্ট্রে গত একমাস বেতন পাননি ৮ লাখ সরকারি কর্মকর্তা৷ তাঁদের অনেকেরই এখন বিনামূল্যে দেয়া খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে৷ এ নিয়ে ডয়চে ভেলের করা ছবিঘরটি দেখে পাঠকদের অনেকেই মন্তব্য করেছেন ফেসবুক পাতায়৷ 

ডয়চে ভেলের ফেসবুক পাতায় ছবির প্রতিবেদনটির মন্তব্যের ঘরে লেখা পাঠকদের প্রতিক্রিয়া দেখে আরেক পাঠক আবদুল্লাহ আল মামুন লিখেছেন, ‘‘অর্থাভাবে যাঁরা ফ্রি খাবার নিচ্ছেন তাঁদের ছবি দেখে যাঁরা ‘হা হা' রিয়েক্ট দিয়েছে এবং অপমানজনক মন্তব্য করেছে, তারা আসলে খবরটি পড়ে দেখেনি৷'' মামুন তাঁর অভিজ্ঞতা থেকে আরো লিখেছেন, ‘‘বাংলাদেশে বিমান এবং নৌবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা নাইটগার্ডেরও ঢাকায় বহুতল ভবন থাকে৷ এই ছবিঘরে এটাই প্রমাণিত হয় যে, অ্যামেরিকানরা কতটা সৎ আর আমরা কতটা অসৎ৷ তাঁদের নিজেদের গণতন্ত্র কতটা সুগঠিত আর আমাদের কতটা খারাপ অবস্থা৷''

আর পাঠক রাজীব বণিকের মন্তব্য,‘‘এই খবরে যাঁরা অট্টহাসির ‘ইমো' দিয়েছেন, তাঁরা বা তাঁদের পরিবার কখনো কি এসব বিপর্যয়ময় পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন? তাঁদের মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ আছে৷''

অন্যদিকে এশা খানের মন্তব্য, ‘‘এইসব খবর দিয়ে লজ্জা দিবেন না৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী