1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানবন্দরে লাগেজ চোর দেখেছেন?

১১ ফেব্রুয়ারি ২০১৯

আপনার কখনো লাগেজ চুরি হয়েছে? কিংবা পরিচিত কারো? বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনা যে ঘটে না, তা নয়৷ তেমনই এক চোরকে পাকড়াও করা হয়েছে থাইল্যান্ডে৷ ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে৷

https://p.dw.com/p/3D6yY
UK Weltweite Störung von Flügen der British Airways wegen IT-Panne
ছবি: picture alliance/AP Photo/J. Kearney

কোনো কোনো বিমানবন্দরে লাগেজের জন্য অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়৷ আবার কোথাও কোথাও ইমিগ্রেশন শেষ করে বেরিয়ে দেখা যায়, লাগেজ বেল্টে এসে ঘুরছে৷

কোনো কোনো বিমানবন্দরে আপনার বোর্ডিং পাসে বা পাসপোর্টের পেছনে চেক ইন-এর সময় লাগেজের যে ট্যাগ লাগানো থাকে, তা লাগেজ নেবার সময় চেক করা হয়৷ কিন্তু বড় বড় বিমানবন্দরে তা সম্ভব হয় না৷ কারণ, এত ফ্লাইট নামে এবং এত যাত্রী হয় যে, তা সম্ভব হয় না৷

তাই সেই সুযোগটিই নিতে চায় লাগেজ চোরেরা৷  আগেভাগে ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে এমনভাবে হেঁটে চলে যাবে যে, চোর বলে সন্দেহ হবার কোনো জো নেই৷ যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতেও এমনই দেখা যাচ্ছে৷

সাউথ চায়না মর্নিং পোস্টের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, চোর খুবই সাবলীলভাবে একটি লাগেজ নিয়ে হাঁটা ধরেছেন৷ বেরিয়েও গিয়েছেন৷

সাউথ চায়না মর্নিং পোস্ট তাঁকে বেলজিয়ান নাগরিক হিসেবে চিহ্নিত করেছে৷ থাইল্যান্ডের একটি বিমানবন্দরের ঘটনা এটি৷ কোনো এক চীনা নাগরিকের সুটকেস ছিল সেটি৷ কিন্তু চোর ধরা পড়েছে ফিরতি ফ্লাইট ধরতে যখন আবার বিমানবন্দরে এলেন৷ আসল মালিকের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয় ও চেক করে নিশ্চিত হয় পুলিশ৷

ভিডিওটিতে দু'শ'রও বেশি কমেন্ট পড়েছে৷ শেয়ার হয়েছে শত শত৷ নেটিজেনরা নিজেদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন৷

জেডএ/এসিবি