1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিলে আগুনে নিহত ১০

৮ ফেব্রুয়ারি ২০১৯

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইোতে ফ্লেমিঙ্গো ফুটবল অ্যাকাডেমিতে আগুন লাগায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছে৷ 

https://p.dw.com/p/3D1i4
ছবি: picture-alliance/AP Photo/R. Spyrro

শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ রিও ডি জেনেইরোর পুলিশ হতাহতের ঘটনা নিশ্চিত করেছে৷ প্রশিক্ষণের জন্য কিশোর ফুটবলাররা সেখানে অবস্থান করছিল৷ যে কক্ষে আগুন লাগে, সেখানে গত দুই মাস ধরে এক দল কিশোর প্রশিক্ষণের জন্য অবস্থান করছিল৷

তবে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করেনি পুলিশ৷ তবে তিন কিশোর অগ্নিদগ্ধ হয়েছে, তারা সবাই খেলোয়াড় বলে জানা গেছে৷

হোয়াও পেদ্রো দ্য ক্রুজ নামে এক ১৬ বছর বয়সি খেলোয়াড় জানায়, এই আগুনের ঘটনায় তার সহপাঠীরাই নিহত হয়েছে৷ নিহতদের মাঝে তার বন্ধুরাও রয়েছে৷

Brasilien Feuer im Trainingscomplex der Fußballmannschaft Flamengo
ফ্লেমিঙ্গোর প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সমবেত মানুষছবি: picture-alliance/AP Photo/L. Correa

ব্রাজিলের শীর্ষ দৈনিক জায়ান্ট গ্লোবো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় দমকলকর্মী ডগলাস হেনালট বলেন, আগুন লাগার সময় খেলোয়াড়রা সবাই ঘুমাচ্ছিল৷ আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি৷ 

এ ঘটনায় ব্রাজিলের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে৷ দক্ষিণ ব্রাজিলের ফুটবল দল চাপেকো টুইটে শোক প্রকাশ করেছে৷ ২০১৬ সালে এক বিমান দুর্ঘটনায় এই দলটির ২২জন খেলোয়াড় নিহত হয়৷

ব্রাজিলের ১৯৯৪-এর বিশ্বকাপজয়ী খেলোয়াড় রোমারিও শোক প্রকাশ করে টুইট করেছেন৷ তিনি শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান৷ রোমারিও নিজেও এই একাডেমির খেলোয়াড় ছিলেন৷

এফএ/এসিবি (এএফপি/ডিপিএ/এপি/ রয়্টার্স)

গতবছরের সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...