1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালুকের আক্রমণ, বাঁচালেন প্রেমিকা

১২ জুন ২০১৯

রোমানিয়ার এক পাহাড়ে হাইকিংয়ে গিয়েছিলেন এক জার্মান তরুণ৷ সঙ্গে তাঁর প্রেমিকা৷ হঠাৎ বুনো ভালুকের আক্রমণ৷ মৃত্যু অনিবার্য৷ তবু বেঁচে গেলেন৷ কারণ, প্রেমিকার উপস্থিত বুদ্ধি!

https://p.dw.com/p/3KCjD
Symbolbild Deutscher Tourist in Rumäniens Karpaten von Braunbär schwer verletzt
ছবি: picture-alliance/dpa/J. Büttner

বার্লিনে পিএইচডি-র ছাত্র আন্ডি বাউয়ার পাঁচ দিনের সফরে রোমানিয়ায় গিয়ে যে এভাবে মৃত্যুর মুখোমুখি হবেন ভাবতেও পারেননি৷ ২৬ বছরের টগবগে তরুণ ভেবেছিলেন গার্লফ্রেন্ডকে নিয়ে আনন্দের কিছু মুহূর্ত কাটাবেন৷ সব ঠিকঠাকই চলছিল৷ কিন্তু কার্পাথিয়ানের পাহাড়ে উঠতে গিয়ে পড়লেন মহাবিপদে৷ আন্ডি জানতেন, সেই পাহাড়ে ভালুক আছে৷ গার্লফ্রেন্ড লারা বুথ ভেবেছিলেন ভালুকদের অজ্ঞান করার জন্য যে স্প্রে ব্যবহার করা হয়, তা সঙ্গে নেবেন৷ কিন্তু আন্ডির মনে হলো, স্প্রে-র বিস্ফোরণে বিপদের আশঙ্কা আছে, সুতরাং না নেয়াই ভালো৷

Romania's brown bear: Friend or foe?

খুব সাবধানেই পাহাড়ে উঠছিলেন আন্ডি আর লারা৷ কিন্তু হঠাৎ কীভাবে যে একটা বড় ভালুক আর দুটো বাচ্চা সামনে চলে এলো বুঝতেই পারেননি৷ সংবাদমাধ্যমকে অ্যান্ডি বলেছেন, ‘‘আমি হেঁটে যাচ্ছিলাম৷ হঠাৎ যখন চোখে পড়ল ভালুকটা ছুটে আসছে, কী করব ভাবার সময়ই পাইনি৷'' ছুটে এসে আন্ডির পা কামড়ে ধরে ভালুক৷ কয়েক মুহূর্ত কামড়ে ধরে থেকে ছুড়ে ফেলে দেয় দূরে৷ আন্ডি তখন ভয়ে চিৎকার করে সাহায্য চাইছিলেন৷ মাত্র ছয় মিটার পিছনে ছিলেন লারা৷ হঠাৎ বয়ফ্রেন্ডের এ অবস্থা দেখে তিনিও হতবিহ্বল৷ তবে নিজেকে সামলে নিতে দেরি করেননি৷ চিৎকার করে শুধু বলেছিলেন, ‘‘ ওর চোখে আঘাত করো৷'' ব্যস, তাতেই কাজ হলো৷চোখে ঘুষি খেয়ে ছুটে পালালো ভালুক৷

ভালুকের কামড়ে ডান পায়ের অনেকটা মাংস হারিয়েছেন আন্ডি৷ ছুড়ে ফেলায় ভেঙেছে শরীরের তিন জায়গার তিনটি হাড়৷ এখন রোমানিয়ার এক হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷

ডার্কো ইয়ানেভিচ/এসিবি