‘মসজিদে খুতবা পড়ে সন্ত্রাস দমন সম্ভব নয়' | পাঠক ভাবনা | DW | 19.07.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মসজিদে খুতবা পড়ে সন্ত্রাস দমন সম্ভব নয়'

বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তিন লাখ মসজিদে জুমার নামাজের আগে খুতবা বা ধর্মীয় নির্দেশনা দেয়া হয়েছে৷ এ বিষয়ে ডয়চে ভেলের বেশ কয়েকজন পাঠক খুতবা পড়ানোর পক্ষে-বিপক্ষে তাঁদের মতামত জানিয়েছেন, আমাদের ফেসবুক পাতায়৷

বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে ৩ লাখ মসজিদে খুতবা পড়ার নির্দেশনা দেওয়ার তথ্যটি জানার পর ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সাইফুল ইসলাম খান লিখেছেন, ‘‘তাহলে কি এতদিন জুমার নামাজের খুতবায় জঙ্গিবাদের পক্ষে মদদ দেয়া হয়েছে?''

কাজি অমিরের প্রশ্ন, খুতবাগুলো হচ্ছে আরবি ভাষায় আর প্রায় শতকরা একশ' ভাগ মুসল্লই আরবি বোঝেন না৷ কাজেই এ সব আর সাধারণ মানুষের কী কাজে আসতে পারে?

রাফায়ে চৌধুরী, রোমান সিফাত, আরিফুল ইসলাম – এঁদের কারো কাছেই জঙ্গ দমন করতে মসজিদে খুতবা পড়নোর বিষয়টিতে তেমন কোনো লাভ দেখছেন না বা এটিকে খুব ভালো চিন্তা বলে মনে করছেন না৷

আর ডয়চে ভেলের পাঠক মোহাম্মদ মাসুদ তো মোটামুটি নিশ্চিত যে, এতে নাকি কোনো লাভই হবে না৷

তবে ওমর ফারুকের মতে, শুধু মসজিদে খুদবা পড়ে সন্ত্রাস দমন সম্ভব নয়৷ তাই তাঁর পরামর্শ, স্কুল ও কলেজেও সন্ত্রাস সম্পর্কে পড়াশোনা চালু করতে হবে৷

অন্যদিকে বাংলাদেশের তিন লাখ মসজিদে খুতবা পড়ানোর সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মন্তব্য করেছন পাঠক মো. রবিউল আলম৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদন: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন