1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাত্র তিন ঘণ্টায় প্যারিস থেকে টোকিও?

১৫ জানুয়ারি ২০১৯

প্যারিস থেকে টোকিওতে বিমানে যেতে এখন সময় লাগে ১২ ঘণ্টা৷ কিন্তু সময়টা কমে যদি মাত্র তিন ঘণ্টা হয়, তাহলে মন্দ হয় না, কী বলেন! ইউরোপ আর জাপানের বিজ্ঞানীরা সেই চেষ্টাই করছেন৷

https://p.dw.com/p/3BWGK
Bildergalerie Flugbegleiterinnen in der Welt
ছবি: Getty Images/AFP/E. Piermont

আগামী ২০-৩০ বছরের মধ্যে সেটা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা৷ বিমানের নকশা, পরিবেশগত প্রভাব এবং অর্থনৈতিকভাবে টেকসই হবে কিনা, তা যাচাই করে দেখছেন বিজ্ঞানীরা৷

গবেষক এমানুয়েল ব্লানভিলেন জানান, ‘‘দ্রুতগতিসম্পন্ন বিমান তৈরির উদ্দেশ্য যাত্রার সময় কমানো৷ যেমন ধরুন, প্রায় তিন ঘণ্টায় ইউরোপ থেকে জাপান যাওয়া৷''

এ ধরনের বিমান তৈরির জন্য নতুন প্রযুক্তির জেট ইঞ্জিনের প্রয়োজন হবে৷ এই ইঞ্জিনের জন্য নতুন উপকরণ ও নতুন নকশা তৈরির চেষ্টা করছেন গবেষকরা৷

প্রকৌশলী পাট্রিক গ্রুন বলেন, ‘‘বাতাসের বাধা অতিক্রম করতে আপনার এ ধরনের এয়ারোডাইনামিক ডিজাইনের প্রয়োজন হবে৷ না হলে, বাতাসের চাপ এত বেশি থাকে যে, বিমানের গতি বাড়ানোর মতো পর্যাপ্ত ধাক্কা জেট ইঞ্জিন থেকে পাওয়া যাবে না৷''

সম্ভাব্য বিমানের মডেল ৬০ মিটার দীর্ঘ এই টানেলের ভেতর রাখা হয়৷ হাইপারসনিক, অর্থাৎ শব্দের গতির চেয়ে দ্রুতগতিতে বিমান চলতে হলে যে ধরনের বায়ু চাপ সহ্য করতে হবে, সেই পরিবেশ এই টানেলে সৃষ্টি করা যায়৷

গবেষক ক্লাউস হানেমান বলেন, ‘‘স্পেস শাটল কিংবা ৩০ কিলোমিটার উঁচুতে ঘণ্টায় প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটার বেগে চলতে পারে, এমন বিমান পরীক্ষা করার মতো বাতাসের চাপ এই টানেলে তৈরি করা যায়৷''

গবেষক ইয়োহান স্টিলান্ট বলেন, ‘‘এখন বিমান ভ্রমণের সময় আপনি যেমনটা অনুভব করেন, তার চেয়ে হাইপারসনিক বিমানে অনুভূতির পার্থক্যটা খুব বেশি হবে না৷ তখনও আপনি ভ্রমণ উপভোগ করতে পারবেন, সেই সঙ্গে শব্দের গতি কিংবা তার চেয়েও জোরে চলার আনন্দটাও পাবেন৷''

 এখন পর্যন্ত গবেষণা করা বেশিরভাগ মডেলের বিমানে জ্বালানি ট্যাংক যে অংশে থাকবে, তার পরের অংশে যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে৷ জ্বালানি হিসেবে গবেষকরা তরল হাইড্রোজেনের কথা ভাবছেন, যা কার্বন ডাই-অক্সাইড নির্গমন করে না এবং শীতলকারী পদার্থ হিসেবেও কাজ করে৷

গবেষক হিদেইয়ুকি তাগুচি বলেন, ‘‘বিমান ‘মাক ৫', অর্থাৎ ঘণ্টায় ছয় হাজার কিলোমিটারের বেশি গতিতে চলার মানে হচ্ছে, ইঞ্জিন বেশ গরম হয়ে উঠবে৷ ফলে তাকে ঠান্ডা করার জন্য আমাদের খুব শীতল জ্বালানির প্রয়োজন হবে৷''

আরেকটি টানেলে গবেষকরা চরম তাপমাত্রায় টিকে থাকতে পারবেন, এমন সিরামিক পরীক্ষা করে দেখা হয়৷ কারণ, তাঁদের কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে হবে৷

প্রকৌশলী বুর্কার্ড এসার বলেন, ‘‘বিমানের গরম অংশটুকু যতটা সম্ভব সরু রাখার চেষ্টা চলছে, যেন গরমের আভা যাত্রীদের স্পর্শ করতে না পারে৷ যাত্রীরা যেন এখন বিমান ভ্রমণের সময় যেমন অনুভব করেন, তখনও তা করতে পারেন৷''

গবেষক এমানুয়েল ব্লানভিলেন জানান, ‘‘আমরা ২০৪০ থেকে ২০৫০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে এমন বিমান তৈরি শুরুর আশা করছি৷ তবে এটা নির্ভর করছে প্রযুক্তিগত উন্নতির উপর৷''

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য