1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থীদের সন্তানদের ‘মূল্যবোধ’ শেখানোর পরিকল্পনা

৭ মে ২০১৮

জার্মানির রক্ষণশীল রাজনীতিকরা স্কুলে উদ্বাস্তু শিশুদের জন্য ‘মূল্যবোধের’ ক্লাস চালু করতে চান বলে একটি জার্মান পত্রিকার বিবরণে প্রকাশ৷ এই মূল্যবোধ সাংস্কৃতিক অথবা ধর্মীয় দৃষ্টিকোণের উপরে স্থান পাবে৷

https://p.dw.com/p/2xIN1
ছবি: picture-alliance/dpa/D. Karmann

রক্ষণশীল জার্মান রাজনীতিকরা স্কুলে উদ্বাস্তু শিশুদের জন্য জার্মান ভাষাশিক্ষা ছাড়া সামাজিক মূল্যবোধের পাঠের ব্যবস্থা করতে চান বলে ‘রাইনিশে পোস্ট’ পত্রিকা তাদের সোমবারের সংস্করণে জানিয়েছে৷

রিপোর্ট অনুযায়ী, শাসক সিডিইউ-সিএসইউ দলের উচ্চপদস্থ বিধায়করা স্কুলে তথাকথিত ‘মূল্যবোধ শিক্ষা’ সম্পর্কে একটি খসড়া প্রস্তুত করেছেন৷ সংশ্লিষ্ট শিক্ষাক্রমে উদ্বাস্তু শিশুরা আইনের শাসন, নারী-পুরুষের সমতা ও একমাত্র রাষ্ট্রের বলপ্রয়োগের একচেটিয়া অধিকার সম্পর্কে অবহিত হবে৷

‘‘জার্মানিতে যাঁরা থাকার অধিকার পাবেন, বিশেষ করে আমাদের সমাজে শান্তি বজায় রাখার জন্য তাঁদের অন্তর্ভুক্তি একটি জরুরি প্রসঙ্গ,’’ বলে বিধায়কদের খসড়ায় মন্তব্য করা হয়েছে৷ ‘‘এই শিক্ষাক্রমের লক্ষ্য হবে, উদ্বাস্তুদের আমাদের মূল্যবোধ ও আইনের শাসন সম্পর্কে অবহিত করা৷ আমাদের আইনগত ব্যবস্থার সীমানা ও কর্তব্য সম্পর্কেও তাঁদের শিক্ষা দেওয়া হবে৷’’

ফ্রাংকফুর্টে আজ সোমবার সিএসইউ ও সিডিইউ দলের সংসদীয় তথা রাজ্য বিধানসভার বিধায়ক গোষ্ঠীর নেতারা মিলিত হবেন৷ সেই সাক্ষাতে মূল্যবোধ শিক্ষা সংক্রান্ত খসড়াটি পেশ করা হবে৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল স্বয়ং সেই সাক্ষাতে উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে৷

মূল্যবোধের স্থান সংস্কৃতি ও ধর্মের উপরে

পরিকল্পিত শিক্ষাক্রমে নারী-পুরুষের সমতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানব মর্যাদার সুরক্ষার মতো যেসব মূল্যবোধ আলোচিত হবে, ‘‘অপরিহার্য আদর্শ হিসেবে সেগুলি বিভিন্ন সাংস্কৃতিক বা ধর্মীয় দৃষ্টিভঙ্গীর উপরে স্থান পাবে’’ বলে খসড়াতে ঘোষণা করা হয়েছে৷

গত মাসে বাভেরিয়ার মুখ্যমন্ত্রী মার্কুস জ্যোডার (সিএসইউ) ও হেসে রাজ্যের মুখ্যমন্ত্রী ফল্কার বুফিয়ের (সিডিইউ) যুগ্মভাবে ‘মূল্যবোধ শিক্ষার’ পরিকল্পনাটি পেশ করেন৷ বুফিয়ের জার্মান ‘স্পিগেল’ পত্রিকাকে বলেন যে, গত দু'বছর ধরে একাধিক উদ্বাস্তু কেন্দ্রে অনুরূপ একটি অন্তর্ভুক্তি প্রকল্প প্রয়োগ করা হয়েছে৷

প্রকল্পটি খুবই সফল হয়েছে বলে দাবি করেছেন বুফিয়ের৷ তিনি বলেন, ‘‘সেই অভিজ্ঞতার আলোকে আমরা আগামী সরকারি কর্মকালে (মূল্যবোধ শিক্ষার) ক্লাস গুলিকে বাড়াতে চাই৷’’

বাভেরিয়া ও হেসে, উভয় রাজ্যেই আগামী অক্টোবর মাসে রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে৷

এসি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)