1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জরুরি বৈঠকে ইইউ

২৩ সেপ্টেম্বর ২০১৫

শরণার্থী সংকট সংক্রান্ত এ বৈঠকে ইইউ-র বহিঃসীমান্তে নিরাপত্তা জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে৷ এছাড়াও তুরস্ক, জর্ডান, লেবানন ও সেই সঙ্গে ত্রান সংস্থাগুলোকে আরো বেশি সহায়তা দেয়ার বিষয়টিও আলোচিত হবে৷

https://p.dw.com/p/1Gazj
Griechenland Flüchtlinge bei Lesbos
ছবি: Reuters/Y. Behrakis

মঙ্গলবারও অবশ্য ইইউ-র আরেকটি গুরুত্বপূ্র্ণ বৈঠক হয়৷ আরো ১ লাখ ২০ হাজার শরণার্থী নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সেই সভায়৷ সিদ্ধান্তটি হয়েছে ভোটের মাধ্যমে৷

আসলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে কোটা অনুযায়ী শরণার্থী বণ্টনের প্রস্তাব নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্ক চলছিল৷ সেই বিতর্কের মীমাংসা হলো মঙ্গলবারের সভায়৷

Infografik Asylerstanträge nach Herkunft Q2 2015 Englisch

সংখ্যাগরিষ্ঠ ভোটে কোটা পদ্ধতি মেনে শরণার্থী বণ্টনের সিদ্ধান্তই চূড়ান্তভাবে গৃহীত হয়েছে৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান