শিশুদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা সম্পর্কে পাঠকরা যা ভাবছেন  | পাঠক ভাবনা | DW | 21.05.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শিশুদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা সম্পর্কে পাঠকরা যা ভাবছেন 

জার্মানিতে শিশুদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব উঠেছে৷ ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় অনেক পাঠকই এই প্রস্তাবকে সমর্থন করেছেন৷ তবে এর বিপক্ষেও মত রয়েছে৷

অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের  নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের শরীর ও মনে৷ তাই মো. জুয়েল রানা মনে করেন,‘‘জার্মানিতে শিশুদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাবটি নিঃসন্দেহে একটি উত্তম উদ্যোগ৷ কারণ, স্মার্ট ফোনের অপব্যবহারে শিশুরা নানা রকম ঝুঁকির সম্মুখীনও হচ্ছে৷''  পাঠক বিজিৎ কুমার সিনহা জুয়েল রানার সাথে একমত৷ তিনি লিখেছেন, ‘‘সত্যিই ভালো প্রস্তাব৷''

পাঠক মো. আলমগীর হোসেন মনে করেন, বাংলাদেশেও এরকম নিষেধাজ্ঞা জরুরি৷

আর খান সাঈদের মতে, আইন দরকার এবং পাশাপাশি  বাবা-মায়েদেরও সচেতন হতে হবে৷ এছাড়া মো.বিলাল হোসেন, কামরুল হাসান, কমল, হোসেন জুবায়েরসহ অনেকেই নিষেধাজ্ঞার প্রস্তাবকে সমর্থন করছেন৷

তবে পাঠক রাব্বি রবিনের একটু ভিন্ন মত৷ তিনি মনে করেন, ‘‘আমাদের আগামী প্রজন্মকে প্রযুক্তি থেকে দূরে রাখা মোটেই কোনো ভালো সিদ্ধান্ত নয়৷ বরং উচিত হবে এই স্মার্টফোনকে শিশুদের জন্য উপযোগী করা, যাতে তারা এটার ভালো ব্যবহার শিখে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন