1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাবেক রাষ্ট্রদূতকে কারা নিয়ে গেছে?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৬ ডিসেম্বর ২০১৭

সোমবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির বাসা থেকে বিমানবন্দর যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান (৬১)৷ তাঁকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে এখন পর্যন্ত পাওয়া তথ্য নিশ্চিত করছে৷

https://p.dw.com/p/2os11
ছবি: DW/M. M. Rahman

প্রায় একই সময়ে তাঁর বাসা থেকে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে যান কয়েকজন ব্যক্তি৷

নিজের প্রাইভেট কার নিজেই চালিয়ে বিমানবন্দর যাচ্ছিলেন মারুফ জামান৷ বিমানবন্দরের কাছে খিলক্ষেত এলাকা থেকে সেই গাড়িটি উদ্ধার করা হয়েছে৷

ধানমন্ডি ৯/এ সড়কের ৮৯ নম্বর বাসায় পরিবার নিয়ে বাস করেন মারুফ জামান৷ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি বাসা থেকে একাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর মেয়ে সামিহা জামান বিদেশ থেকে বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল৷ মেয়েকে আনতেই তিনি বিমানবন্দরে যাচ্ছিলেন৷ কিন্তু এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না৷ তিনি বিমানবন্দরে যাননি, বাসায়ও ফিরে আসেননি৷ মঙ্গলবার দুপুরে তাঁর মেয়ে সামিহা জামান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেন৷

এদিকে মঙ্গলবার রাতে খিলক্ষেত থানা পুলিশ মারুফ জামানের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় খিলক্ষেতের তিন শ' ফিট এলাকার রাস্তা থেকে উদ্ধার করে৷

বুধবার মারুফ জামানের ছোট ভাই রিফাত জামান পরিবারের পক্ষ থেকে এক লিখিত বিবৃতি দেন৷ তাতে জানানো হয়েছে, ‘‘৪ ডিসেম্বর ছোট মেয়ে সামিহা জামানকে বিমানবন্দর থেকে নিয়ে আসতে মারুফ জামান সন্ধ্যায় ধানমন্ডির বাসা থেকে গাড়ি চালিয়ে বের হন৷ তার কিছুক্ষণ পর ৭টা ৪৫ মিনিট নাগাদ বাসার ল্যান্ডফোনে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে গৃহপরিচারিকাকে বলেন, তাঁর বাসায় কম্পিউটার নিতে কেউ একজন আসবেন৷ এর কিছুক্ষণ পর ৮টা ৫ মিনিটের দিকে তিন জন সুঠামদেহী ভদ্রলোক বাসায় এসে তাঁর ল্যাপটপ, বাসার কম্পিউটারের সিপিইউ, ক্যামেরা, একটি স্মার্টফোন নিয়ে যায় ও তাঁর ঘরে তল্লাশি চালায়৷ সেসময় তাঁর ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি৷’’

বিবৃতিতে আরো বলা হয়, ‘‘৫ ডিসেম্বর দুপুরে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় (জিডি নং ২১৩)৷ সন্ধ্যায় তাঁর গাড়িটি (ঢাকা মেট্রো-গ-২১-১৩৯৯) পুলিশ খিলক্ষেত থেকে উদ্ধার করে৷ তবে মারুফ জামানের সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি৷ পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন৷ আমরা তাঁকে যত দ্রুত সম্ভব উদ্ধারের দাবি জানাই৷’’

পরিবারের সদস্যরা বুধবার লিখিত বক্তব্য ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা থেকে বিরত আছেন৷ তবে মারুফ জামানের বোন টিনা কামাল মঙ্গলবার রাতে জানান, ‘‘যারা ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে গেছে তারা মেরামতের কথা বলেই নিয়ে যায়৷ বাসায় গৃহকর্মী ছিল৷ আমার ভাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেরিয়ে যান৷ সাড়ে সাতটার দিকে তাঁর পরিচয়ে ল্যান্ডফোনে ফোন করে কম্পিউটার সারার লোক আসার কথা এবং তাদের কম্পিউটার দিয়ে দেয়ার কথা বলা হয়৷ গৃহকর্মীই তাদের বাসায় ঢুকতে দেয়৷’’

আমরা ওই ফুটেজ ধরে চেষ্টা করছি চিহ্নিত করতে: ওসি

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা গাড়িটি উদ্ধার করতে পারলেও মারুফ জামানের খোঁজ এখনো পাইনি৷ তাঁর ধানমন্ডির বাসা থেকে আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি৷ তাতে কয়েকজন লোককে ওই সময়ে ঢুকতে, বের হতে দেখা গেছে৷ কিন্তু তারা ছিলেন ক্যাপ ও মুখোশ পরা৷ তাই তাদের চেনা যাচ্ছেনা৷ আমরা ওই ফুটেজ ধরে চেষ্টা করছি চিহ্নিত করতে৷’’

এদিকে এরই মধ্যে পুলিশ ধানমন্ডির বাসায় কয়েক দফা গিয়ে তল্লাশি চালিয়েছে৷ পুলিশ জানায়, ‘‘আমরা নানাভাবে তাঁর নিখোঁজের ক্লু পাওয়ার চেষ্টা করছি৷’’

যারা তুলে নিয়ে গেছে তারা দক্ষ, প্রশিক্ষিত এবং সুশৃঙ্খল: নূর খান

মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিএনপি নেতা আজম খান ও তাঁর পুত্র, একজন ব্যবসায়ী এবং নর্থ সাউথের শিক্ষক মোবাশ্বারসহ সম্প্রতি আরো কয়েকটি তুলে নেয়ার ঘটনার সঙ্গে মিল আছে৷ যারা তুলে নিয়ে গেছে তারা দক্ষ, প্রশিক্ষিত এবং সুশৃঙ্খল৷ তারা শুধু ব্যক্তিকেই তুলে নিয়ে যায়না তারা তাদের ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা প্রভৃতিও নিয়ে যায়৷ এতে বোঝা যায় অপহৃত বা তুলে নেয়া ব্যক্তির প্রতি তাদের যে আক্রোশ তার সঙ্গে কোনো তথ্যের সম্পর্ক আছে৷’’

তিনি বলেন, ‘‘এই ঘটনাগুলোতে রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়না৷ ফলে বন্ধ হচ্ছেনা৷’’

প্রসঙ্গত, মারুফ জামান কাতার ও ভিয়েতনামে রাষ্ট্রদূত এবং যুক্তরাজ্যে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব৷ ২০১৩ সালে তিনি অবসর নেন৷ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের (ষষ্ঠ শর্ট কোর্স) একজন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন৷

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...