1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অগ্নুৎপাতের ফলে সমস্যায় ক্রীড়া জগত

১৬ এপ্রিল ২০১০

আইসল্যান্ডের আগ্নেয়গিরির তাণ্ডবের ফলে শুধু সাধারণ বিমানযাত্রীরাই চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন নি, ইউরোপে ক্রীড়াজগতও সমস্যায় পড়েছে৷

https://p.dw.com/p/MyaB
ইউরোপে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত করছে আগ্নেয়গিরির লাভা থেকে বেরুনো এই ছাইছবি: AP

সপ্তাহান্তে জার্মানির বুন্ডেসলিগার ম্যাচগুলির কথাই ধরা যাক৷ ক্লাবের ফ্যানরা এখন নিরুপায় হয়ে ভিড়ে ঠাসা ট্রেনে অথবা বাসে করে দীর্ঘ পথ অতিক্রম করে খেলা দেখতে যাচ্ছেন৷ ‘হ্যার্টা বার্লিন' দলের খেলোয়াড়রাও তাঁদের ম্যাচের এক দিন আগেই ট্রেনের টিকিট কেটে ফ্রাঙ্কফুর্ট'এর উদ্দেশ্যে রওনা হচ্ছেন৷ কোন ঝুঁকি না নিয়ে ফিরবেনও ট্রেনে করে৷

জার্মানির জাতীয় টেবিল-টেনিস দলের খেলোয়াড় দিমিত্রি অভচারভ গিয়েছিলেন বেজিং-এ খেলতে৷ তিনি এবং গোটা জার্মান প্রতিনিধিদল সেখানে আটকে পড়েছেন৷ জার্মানির ‘ফর্মুলা ওয়ান' তারকা সেবাস্টিয়ান ভেটেল তাঁর গোটা টিম নিয়ে অপেক্ষা করছেন শাংহাই শহরে৷ তাঁর আপাতত দেশে ফেরার তাড়া নেই, তবে ব্রিটেন থেকে গাড়ির জন্য কিছু যন্ত্রাংশের প্রয়োজন হয়ে পড়েছে৷ নরওয়ের এক আইসহকি খেলোয়াড় জার্মানিতে তাঁর ক্লাবের ম্যাচে উপস্থিত থাকতে পারবেন কি না, তা স্পষ্ট নয়৷ নারীদের ইউরোপীয় হ্যান্ডবল প্রতিযোগিতার সেমি ফাইনাল ম্যাচের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে৷ স্পেনে ইউরোপীয় বাস্কেটবল প্রতিযোগিতায় জার্মানির ‘আলবা বার্লিন' টিমকে হয়তো ফ্যান ছাড়াই খেলতে হবে৷

প্রতিবেদক: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক