1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অঘটন না কড়া পরিকল্পনা

১ জুলাই ২০১৮

একে অঘটন বলার চেয়ে নীলনকশা বলাই ভালো৷ রুশ পরিকল্পনার কাছেই হেরেছে স্পেন৷ তাই আর্জেন্টিনা, পর্তুগালের পর দ্বিতীয় রাউন্ডের ঘরের পথ দেখেছে তারাও৷ পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতেছে রাশিয়া৷

https://p.dw.com/p/30dqS
Fußball WM 2018 Spanien vs Russland
ছবি: Reuters/C. Recine

এ যেন নার্ভের পরীক্ষা৷ শুটআউটের আগে ১২০ মিনিটে ৯০ শতাংশেরও বেশি সঠিক পাস৷ অথচ গোল করতে না পারা৷ রুশ শিবিরের যেন পরিকল্পনাই ছিল খেলাকে টাইব্রেকারে নিয়ে যাওয়া৷ কারণ সেখানে তাদের শক্তি শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে থাকা গোলরক্ষক ইগোর আকিনফ্যিফ৷
সে কাজটা সফলভাবেই করলেন তিনি যখন ১২০ মিনিট শেষে খেলার স্কোরলাইনে ১-১ সমতা৷
টসে জিতে আগে শট নেবার সিদ্ধান্ত স্প্যানিশ অধিনায়ক রামোসের৷ সেই সিদ্ধান্তকে উড়ন্ত সূচনা এনে দেন দলটির কিংবদন্তী মিডফিল্ডার ইনিয়েস্তা৷ তাঁর শট বুঝতেই পারেননি আকিনফ্যীফ৷
রাশিয়ান প্লেমেকার স্মলোভ নেন স্বাগতিকদের পক্ষে প্রথম শটটি৷ বলের অ্যাঙ্গেল ঠিকই বুঝে ফেলে সেদিকেই ঝাঁপিয়ে পড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা গোলরক্ষক ডে গেয়া ৷ কিন্তু শেষ পর্যন্ত বলের গতির কাছে হেরে গেলেন৷
এরপর স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকে সহজেই পরাস্ত করেন প্রতিপক্ষের গোলরক্ষককে৷ একইভাবে সফল হন রাশিয়ার ইগানশেভিচ৷ এরপরই প্রথম ধাক্কা খায় স্পেন৷ কোকে'র শটটি ঠেকিয়ে দেন আকিনফ্যিফ। কিন্তু রাশিয়ান তারকা গলোভিন ঠিকই পরাস্ত করেন ডে গেয়াকে৷ ফলে ৩-২ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা৷ এরপর রামোস ও চেরিশেভ নিজ নিজ দলের পক্ষে গোল করলে স্পেনের স্ট্রাইকার আসপাসের সামনে গোল করার বিকল্প ছিল না৷ কিন্তু গোলরক্ষকে ফাঁকি দিয়ে তিনি মাঝ বরাবর শটও নেন৷ কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ভুল বুঝতে পেরে শূন্যে থেকেই পা দিয়ে বলের দিক পরিবর্তন করে দেন আকিনফ্যিফ৷ বনে যান রুশদের জয়ের নায়ক৷
ম্যাচের শেষ দিকে গ্রীষ্মের গরমে মস্কোর আকাশ থেকে পড়া বৃষ্টি যেন শুভবার্তা নিয়ে এসেছিল স্বাগতিকদের জন্য৷ ৮১ হাজার দর্শক ধারণক্ষমতার লুঝনিকি স্টেডিয়ামটির গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ৷
৫-৪-১ ফর্মেশনে খেলা রাশিয়া দল শুরু থেকেই যেন পন করে রেখেছিল আর যাই হোক প্রতিপক্ষকে গোল করতে দেয়া যাবে না৷ সঙ্গে চালাতে হবে পালটা আক্রমণ৷ তাই বল দখল সিংহভাগ লালনীল শিবিরে থাকলেও, নিয়ন্ত্রণ ছিল না৷ যদিও ইসকো'র নেতৃত্বে স্পেনের আক্রমণভাগের চাপে অনেকবারই নড়বড়ে হয়ে পড়েছিল রুশ ডিফেন্স, কিন্তু দলকে একাধিকবার বাঁচিয়ে দিয়েছেন সেই আকিনফ্যিফ৷
১২ মিনিটে প্রথম গোল পায় স্পেন৷ প্রতিপক্ষের ডিবক্সে ডান দিকে থেকে আসা একটি ক্রস প্রতিপক্ষের জালে ফেলার জন্য তৈরিই ছিলেন তিনি৷ কিন্তু ইগানশেভিচের সঙ্গে ধাক্কাধাক্কিতে দু'জনই গেলেন পড়ে৷ সেখানে ইগানশেভিচের পায়ের পেছন দিকে লেগে রুশ জাল ভেদ করে বল৷ বেচারা ইগানশেভিচ টেরই পাননি কীভাবে কী হয়ে গেল!
৩৮ মিনিটে স্প্যানিশ ডি বক্সে জেরার্ড পিকে'র উঁচু করা হতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি৷ সেখান থেকে স্বাগতিকদের মুখে হাসি ফেরান স্ট্রাইকার জুবা৷
আক্রমণের ধার বাড়িয়ে ও সুযোগ তৈরি করেও পুরো ম্যাচে এরপর গোলের দেখা পায়নি স্পেন৷ রেফারির কিছু সিদ্ধান্তের জন্যও হয়ত আক্ষেপ থাকবে তাদের৷
তবে মোদ্দা কথা হলো, দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হলো ২০১০-এর চ্যাম্পিয়নদের৷

Fußball WM 2018 Spanien vs Russland
দ্বিতীয় রাউন্ডেই বিদায় ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদেরছবি: Reuters/A. Gea
Fußball WM 2018 Spanien vs Russland
রাশিয়ার জয়ের নায়ক আকিনফ্যিফ ছবি: Reuters/K. Pfaffenbach
Fußball WM 2018 Spanien vs Russland
ইনিয়েস্তার শটছবি: Reuters/K. Pfaffenbach
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য