1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অঙ্গদানে উৎসাহী নন ব্রিটিশরা, বাড়ছে মৃত্যু

৪ নভেম্বর ২০১০

ব্রিটেনে অত্যন্ত বেশি সংখ্যায় প্রায় রেকর্ড পরিমাণে অঙ্গ প্রতিস্থাপিত হয়েছে এক বছরে৷ তারপরেও প্রতিদিন তিনজন করে রোগী মারা যাচ্ছেন অঙ্গের অভাবে৷

https://p.dw.com/p/PxoP
অঙ্গদান, ব্রিটিশ, ব্রিটেন, organ, donation, Britain, British,
ফাইল ছবিছবি: Deutsche Stiftung für Organtransplantation

এক বছরে মোট ৩৭৫০জন মানুষের দেহে বিভিন্ন ধরণের অঙ্গ প্রতিস্থাপিত হয়েছে ব্রিটেনে৷ সংখ্যাটা চমকে দেওয়ার মতই৷ ব্রিটিশ ডাক্তারদের সংগঠন বিএমএস তারপরেও বলছে, অঙ্গদানে মানুষের অনীহার সমস্যা কিছুতেই মেটানো যাচ্ছে না৷ বারবার তাঁরা আবেদন জানাচ্ছেন সংগঠনের তরফে৷

আসল সমস্যা মানুষের সংস্কার৷ বলছিলেন ডা. স্ট্যানলি ম্যাথুজ৷ ডা. মাথুজ মনে করেন, সাধারণ ব্রিটিশদের মধ্যে সংস্কার বেশি হওয়ায় মৃত আত্মীয়স্বজনের দেহ মানবকল্যাণে তাঁরা দিতে পারেন না৷ ফলে হৃদয়, কিডনি, ফুসফুস, শরীরের লূতাতন্তু কিংবা চোখ ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ অমিল হয়ে ওঠে৷

ব্রিটেনে যে পাশ্চাত্ত্যের দেশগুলির মধ্যে এ বিষয়ে সংস্কার সবচেয়ে বেশি তা বলছে সমীক্ষাও৷ জানাচ্ছে, পশ্চিম ইউরোপের অন্যান্য দেশগুলির অনুপাতে ব্রিটেন এ বিষয়ে বেশ পিছিয়ে৷ এরই কারণে ব্রিটিশ হাসপাতালগুলিতে অঙ্গপ্রার্থীদের লম্বা লাইন৷ তারপরেও প্রতিদিন দেশজুড়ে সময়মত অঙ্গপ্রত্যঙ্গ না পেয়ে মারা যাচ্ছেন তিনজন করে৷

তাই আপাতত মানুষের শুভবুদ্ধি আর মানবিকতার দিকেই তাকিয়ে রয়েছে পরিস্থিতি৷

প্রতিবেদনঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনাঃ হোসাইন আব্দুল হাই