1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অতিথি তুম কব যাওগে ? - বলিউডের নতুন ফিল্ম

৩ মার্চ ২০১০

দক্ষিণ এশিয়ার মানুষ খুবই অতিথিপরায়ণ৷ তবে অতিথিনারায়ণ যখন যাওয়ার কথা আর মুখে নেননা, তখন মনে মনে অনেকেই জপতে থাকেন ‘অতিথি তুম কব যাওগে’৷ এই অনুষঙ্গেই বলিউডের নতুন ছবি, একই নামে৷

https://p.dw.com/p/MIWY
অজয় দেবগন রয়েছেন কমেডিধর্মী এই ছবিতেছবি: AP

মুম্বই শহরে অনেক মানুষ আসেন তাদের জীবন গড়তে৷ যান্ত্রিক জীবন, ছোট্ট ঘরে দুজনার কোন রকমে বসবাস৷ এ অবস্থায় হঠাৎ কোন অতিথি এল৷ স্বভাবতই অতিথিসেবা করতে হয়৷ তবে, তা কত দিন ?

অজয় দেবগন এবং কঙ্কনা সেনশর্মা অভিনীত নতুন ছবির নাম ‘অতিথি তুম কব যাওগে'? কমেডি ধর্মী এই ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে মুম্বইয়ে বসবাসরত এক দম্পতি পুনিত (অজয় দেবগন) ও মুনমুন (কঙ্কনা সেন শর্মা) এবং তাদের দূর সম্পর্কের চাচাজি (পরেশ রাওয়াল) কে কেন্দ্র করে৷

Konkona Sen Sharma
ছবির নায়িকা কঙ্কনা সেনশর্মাছবি: AP

মুম্বইয়ে বসবাসরত পুনিত ও মুনমুনকে সুখী দম্পতি বলা যায়৷ তাদের প্রতিদিনকার জীবনে পরিবর্তন আসে গ্রাম থেকে দূর সম্পর্কের চাচার আবির্ভাবে৷ হঠাৎ করেই বেড়াতে আসেন তিনি৷ এই চাচাজিকে গ্রামে ফেরত পাঠাতে এই দম্পতির বিভিন্ন সময় বিভিন্ন পন্থা অবলম্বন করে ব্যর্থ হওয়াকে ঘিরেই ছবির মজার কাহিনি৷

ছবিটি সম্পর্কে কঙ্কনা সেন বলেন, তিনি মনে করেন দর্শকরা এই ছবির সাথে নিজেদের একটি সম্পর্ক খুঁজে পাবেন৷ কারণ ছবির কাহিনী বর্তমানে মুম্বই শহরে বসবাসরত তরুণ দম্পতিদের জীবনযাত্রা নিয়েই তৈরি৷ তিনি বলেন, যখন গ্রাম থেকে কোন আত্মীয় আসেন তখন পরিবারে নিজস্ব গোপন ব্যাপার বলে আর কিছু থাকেনা৷ মুম্বই শহর দিল্লির মত নয়৷ দিল্লি শহরের বাড়িগুলোতে ঘরের সংখ্যা বেশি৷ অতিথি এসে অনেক দিন থাকলেও সমস্যা মনে হয় না৷ কিন্তু মুম্বই-এ জায়গার অভাব৷ ফলে বহিরাগত কেউ থাকলে স্বামীস্ত্রীর নিজস্ব বলে কোন কিছু থাকেনা৷

কমেডি ধর্মী এই ছবিটির পরিচালক অশ্বিনী ধীর৷ প্রযোজনা করেছেন আমিতা পাঠাক৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক