1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন সাজে কিয়েভ

২৭ অক্টোবর ২০১৭

সোভিয়েত আমলের স্মৃতিচিহ্ন সরিয়ে ফেলে নতুন সাজে সেজে উঠছে ইউক্রেনের রাজধানী কিয়েভ৷ এক জার্মান শিল্পীও সেই উদ্যোগে শামিল হয়েছেন৷ কিন্তু বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কেরও শেষ নেই৷

https://p.dw.com/p/2malj
ছবি: City Art

এমানুয়েল জারুস একজন শিল্পী৷ তাঁর পূর্বপুরুষরা ইউক্রেন থেকে এসেছিলেন৷ এবার তিনি সোভিয়েত আমলের বোঝা সরিয়ে কিয়েভ শহরের ‘সিটিস্কেপ’ বা সার্বিক চেহারা নতুন করে সাজাতে সহায়তা করতে চান৷ গোটা শহরে সে আমলের বারান্দাহীন ভবনগুলির অবয়বের নবায়ন চলছে৷ এই প্রক্রিয়ার গভীর রাজনৈতিক মাত্রা রয়েছে৷

ক্রেনচালক ভিক্টর সেই কাজে সব সময়ে শিল্পীদের সহায়তা করছেন৷ সেই ক্রেন ছাড়া তাঁরা এমন উচ্চতায় কাজ করতে পারতেন না৷ এমানুয়েল জারুস বলেন, ‘‘১০০ বছর ধরে এটা শুধু দেওয়াল ছিল৷ আজ মানুষ অনেক খোলামেলা হয়ে উঠেছে৷ আজ এতকাল পর সেই জায়গায় জানালা আঁকা হচ্ছে, যা দেশের বর্তমান মুক্তির প্রতীক৷’’

নতুন সাজে কিয়েভ

শহরকে উন্মুক্ত করার এই প্রক্রিয়ার অংশ হতে পেরে এমানুয়েল অত্যন্ত গর্বিত৷ এ যেন নতুন পরিচয় দেওয়ালের উপর উলকি এঁকে ফুটিয়ে তোলার মতো অভিজ্ঞতা৷ রাশিয়া ও সোভিয়েত যুগের সম্পর্কের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হতেও এই প্রক্রিয়া জরুরি৷ এমানুয়েল বলেন, ‘‘এখনো সোভিয়েত আমলের এত ছাপ সত্যি বেশ রোমাঞ্চকর৷ সে সব যেভাবে ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে, তা দেখেও ভালো লাগছে৷ আধুনিক শহর হয়ে ওঠার বিপুল সম্ভাবনা রয়েছে৷ মানুষ নতুন কিছু গ্রহণ করতে চায়৷ স্ট্রিট আর্ট দিয়ে সেই লক্ষ্য পূরণ করার চেষ্টা আধুনিক ও অসাধারণ৷’’

দেওয়ালচিত্র আসলে শিল্পকে গ্যালারিতে আবদ্ধ না রেখে সবার জন্যই উন্মুক্ত করছে৷ খোলা আকাশের নীচে প্রদর্শনীর মতো৷ শিল্পীদের সংঘের কাছে এই বিষয়টি ছিল অত্যন্ত জরুরি৷ কিয়েভের ময়দানের বিপ্লবের মূলমন্ত্রের সঙ্গে এই উদ্যোগের যোগসূত্র রয়েছে৷

অন্যদিকে বিগত যুগের দিকে ফিরে তাকাতে ভালবাসেন ইউক্রেনের আলোকচিত্রী এভগেনেই নিকিফোরভ৷ তিনি সাবেক সোভিয়েত আমলের ছাপ ক্যামেরাবন্দি করতে চান৷ সোভিয়েত ইউনিয়নের স্ট্রিট আর্ট৷ পুরানো আমলের দেওয়ালের মোজাইক ডিজাইন৷ উধাও হয়ে যাবার আগে সেগুলি ক্যামেরাবন্দি করতে তিনি গোটা দেশ চষে বেড়ান৷ এখনই অনেক কিছু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এভগেনেই বলেন, ‘‘এই মোজাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এগুলি আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাসের অঙ্গ – এমনকি আমার প্রজন্মের কাছেও৷ এগুলি সৃষ্টির সময় আমরা ছিলাম না৷ আমাদের ইতিহাসের এই অংশ বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি৷ বাস্তবে সম্ভব না হলেও ফটোগ্রাফির মাধ্যমে তা করা উচিত৷’’

এর মধ্যে কিয়েভ শহরে নতুন দেওয়ালচিত্র প্রায় প্রস্তুত৷ এগুলি বিপ্লবের চেতনা বাঁচিয়ে রাখবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ শান্তির বার্তা ও বৈপ্লবিক স্বপ্নের ছবিগুলি বার বার সমাজে আলোচনার বিষয় হয়ে উঠছে৷ যেমন প্রবীণ শহরবাসী নাটালিয়া মনে করেন, ‘‘পুরানো আমলের কমিউনিস্ট প্রতীকগুলি দ্রুত সরিয়ে ফেলা উচিত বলে আমি মনে করি৷ আমি নিশ্চিত, যে সেই পথে আর ফেরা হবে না৷ এখন শুধু সামনের দিকে তাকানো উচিত৷’’

বেশিরভাগ মানুষের মতে, সোভিয়েত জমানা ইউক্রেনের অংশ থেকে যাবে বটে, কিন্তু সেই স্মৃতি বড় বেশি আগ্রাসী মনোভাবে ভরা৷

বির্গিট ভিয়ননিশ/এসবি