1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অতীত পাপের ক্ষমা চেয়ে দল গড়লেন মুশাররফ

২ অক্টোবর ২০১০

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ এক নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন৷ সে'দেশের মানুষকে দুর্নীতি থেকে বাঁচাতে আর জঙ্গির কবল থেকে মুক্ত করতে কাজ করবে এই দল৷ শুরুতেই অবশ্য পুরনো পাপের জন্য ক্ষমা চেয়েছেন তিনি৷

https://p.dw.com/p/PSbr
পারভেজ মুশাররফছবি: AP

‘অল পাকিস্তান মুসলিম লিগ'

পাকিস্তানে এখন চলছে রাজনৈতিক সংকট৷ জারদারি প্রশাসন দুর্নীতি দমনে ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ বন্যা দুর্গতদের সহায়তায়ও দুর্বলতা দেখিয়েছে বর্তমান সরকার৷ রয়েছে অর্থনৈতিক দুরবস্থা৷ মোটের ওপর চলছে জঙ্গি সমস্যা৷ এতসব সমস্যা থেকে পাকিস্তানি মানুষকে রেহাই দিতে চান সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ৷ এজন্য করবেন রাজনীতি৷ দলের নাম ‘অল পাকিস্তান মুসলিম লিগ'৷ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে দলের কাঠামো৷ তাঁর অনুসারীরাও নিয়মিত ছুটছেন লন্ডনে৷

লন্ডনে মুশাররফ

২০০৮ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে লন্ডনে আছেন মুশাররফ৷ পাকিস্তানে থাকলে তাঁকে হত্যা করা হতে পারে, এই আশঙ্কায় স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছেন তিনি৷ রাজনৈতিক দল গড়ার পর অবশ্য দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন মুশাররফ৷ আগামী ২০১৩ সালের নির্বাচনের আগেই তাঁকে পাকিস্তানে দেখা যেতে পারে৷ তবে দেশে ফেরার কোন নির্দিষ্ট তারিখ এখনো জানাননি মুশাররফ৷

জনসমর্থন

মুশাররফ নিজেই জানালেন ফেসবুকে তাঁর জনপ্রিয়তার কথা৷ মাস কয়েক আগে ফেসবুকে একটি পাতা খুলেছিলেন তিনি৷ সেখানে এখন ভক্তের সংখ্যা ৩ লাখ ১২ হাজার৷ তাছাড়া নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে থাকা পাকিস্তানের ষাট শতাংশ ভোটারকেও জাগ্রত করতে চান তিনি৷ শুক্রবার মুশাররফের নতুন দলের ঘোষণা তাঁর বক্তব্যসহ প্রচার করা হয় পাকিস্তানের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে৷ তাই, রাজনীতিবিদ হিসেবে কিছুটা আশাবাদী হতেই পারেন তিনি৷

বিরোধীদের কথা

পারভেজ মুশাররফের ফেরা নিয়ে গরম পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন৷ পাকিস্তান মুসলিম লীগ-এর মুখপাত্র আহসান ইকবাল জানিয়েছেন, মুশাররফ পাকিস্তানকে প্রায় এক দশক শাসন করেছেন৷ এই সময়ে তিনি জনগনের জন্য কিছুই করেননি৷ বরং তিনি পাকিস্তানকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে ধ্বংস করেছেন৷ এখন তিনি ভালো করবেন এমনটা কেউ প্রত্যাশা করে কিভাবে?

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়