অত্যাচারের শিকার হিন্দু-মুসলিম সকলেই | পাঠক ভাবনা | DW | 17.06.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অত্যাচারের শিকার হিন্দু-মুসলিম সকলেই

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিয়মিতই হামলা হচ্ছে৷ তবে অনেকের ধারণা হামলা শুধু সংখ্যালঘুদের ওপর নয়, সকলেই এর শিকার৷ ডিডাব্লিউ-র ফেসবুক পাতায় সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠের উপর হামলার পক্ষে-বিপক্ষে মন্তব্য করেছেন বহু পাঠক৷

ডয়চে ভেলেকে লক্ষ্য করে রফিকুল ইসলাম লিখেছেন, ‘‘আপনারা শুধু বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর হামলা ফলাও করে প্রচার করেন৷ এই দেশেই কয়েকগুণ বেশি মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার হয়, তা কি কখনো প্রচার করেছেন?''

তবে সুমন সরকারের মতে, ‘‘মুসলমানদের উপর অত্যাচার হওয়ার জন্য তারা নিজেরাই দায়ী৷ মুসলিম দেশগুলোতে জঙ্গিবাদ বেশি৷ বর্তমানে বাংলাদেশের অবস্থা সেই পর্যায়ে যাচ্ছে৷''

দীপক চক্রবর্তী বলতে চাইছেন, ভারতে মুসলিম নির্যাতন হয় এটা নাকি একটা ডাহা মিথ্যাচার৷ পাঠক দীপকের কথায়, বাংলাদেশ থেকে প্রতিদিন শত শত হিন্দু অত্যাচারিত হয়ে ভারতে যায়, কিন্তু একজন মুসলিমও নাকি এখন পর্যন্ত ভারত থেকে অত্যাচারিত হয়ে বাংলাদেশ যায়নি৷

অন্যদিকে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সুমনের মন্তব্য, ‘‘শুধু হিন্দু নয়, মুসলিম, খ্রিষ্টান – কারুরই নিরাপত্তা নেই কোনো দেশে৷ সব জাতি যদি নিরাপদে থাকে তাহলে তো কোথাও হামলা হবে না বা হওয়ার কথা নয়৷''

অবশ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু খুবই আতঙ্কে আছেন পাঠক নিরাঞ্জন বরাই৷ আর পাঠক ওয়ান মার্মা ফেসবুকের মাধ্যমে অন্যান্য দেশের প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন