1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনধিকার প্রবেশ করে খ্যাতির শীর্ষে মিশেল

১৭ জুন ২০১০

হোয়াইট হাউসে মনমোহন সিং’এর সম্মানে আয়োজিত নৈশভোজে অনধিকার প্রবেশ করেও শাস্তি তো পেলেনই না মিশেল সালেহি৷ উল্টে টেলিভিশনে তারকা হতে চলেছেন তিনি৷

https://p.dw.com/p/NsjW
তারেক ও মিশেল সালেহি (ফাইল ছবি)ছবি: AP

বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং৷ তাঁর সম্মানে যে নৈশভোজের আয়োজন করা হয়েছিল, তাতে আমন্ত্রিত ছিলেন দুই দেশের অনেক খ্যাতিমান মানুষ৷ বলাই বাহুল্য, নিরাপত্তার কড়াকড়ি সেদিন একটু বেশিই ছিল৷ কিন্তু তা সত্ত্বেও দিব্যি সবার চোখে ধুলো দিয়ে – না, না বরং সবার সামনে দিয়েই হোয়াইট হাউসে প্রবেশ করে একেবারে ওবামা ও সিং'এর সামনে হাজির এক দম্পতি৷ দুই শীর্ষ নেতার সঙ্গে তারেক ও মিশেল সালেহি সৌজন্য বিনিময় পর্যন্ত করেন৷ কিন্তু আমন্ত্রিতদের তালিকায় তাদের নাম ছিলো না৷

Weisses Haus White House Washington State Dining Room
হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমছবি: AP

বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতার সরকারি বাসভবনে নিরাপত্তার এমন মারাত্মক গাফিলতি সত্যি গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছিল৷ নেহাত সালেহি দম্পতির মনে কোনো খারাপ মতলব ছিলো না! যাই হোক, সেই মিশেল সালেহি এখন আবার সংবাদ শিরোনামে এসে পড়েছেন – তবে এবার কারণটা তেমন বিতর্কিত নয়৷ এক ‘রিয়্যালিটি টিভি শো'র তারকা হিসেবে এবার তাঁকে দেখা যাবে৷ ‘ব্রাভো টেলিভিশন' ৪৪ বছর বয়সের এই স্বর্ণকেশী মডেলকে ‘রিয়েল হাউসওয়াইভস অফ ডিসি' নামের এক সিরিজে তুলে ধরবে৷ প্রায় ৭ মাস আগে হোয়াইট হাউসের সেই ঘটনা মিশেল'কে যে বাড়তি খ্যাতি এনে দিয়েছে, তা হয়তো এবার সত্যি কাজে লাগছে৷ হোয়াইট হাউসের পার্টিতে ঢুকে পড়ার কারণে সালেহি দম্পতির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে কি নি, মার্কিন কর্তৃপক্ষ এখনো স্থির করে উঠতে পারে নি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়