1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনশনরত পিতার পাশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা

১ আগস্ট ২০২১

নিজের সন্তানদের দেখার দাবিতে টোকিওতে অনশনে রয়েছেন এক ফরাসি নাগরিক। তার পাশে এসে দাঁড়িয়েছে দশ ইইউ কূটনীতিক।

https://p.dw.com/p/3yNm6
Hungerstreik von Vincent Fichot
ছবি: Chang-Ran Kim/REUTERS

১০ জুলাই থেকে ৩৯ বছর বয়সি ভিনসেন্ট ফিশো জাপানের রাজধানী টোকিওর অলিম্পিক স্টেডিয়ামের পাশে অনশনে রয়েছেন। ভিনসেন্টের বক্তব্য, তার জাপানি স্ত্রী তাদের দুই সন্তানকে ‘আইনত অপহরণ’ করে রেখেছে৷

এই অভিনব প্রতিবাদের মাধ্যমে ভিনসেন্ট দৃষ্টি আকর্ষণ করতে চান জাপানের বিবাহ বিচ্ছেদ আইনের জটিলতার দিকে৷

জাপানে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদের পর সন্তানদের সাথে দেখা করার বা তাদের সাথে সময় কাটানোর অধিকার পায় না বাবা-মায়ের মধ্যে একজন৷ বিশ্বের বেশির ভাগ দেশের বিপরীতে জাপানে জয়েন্ট কাস্টডি বা সন্তানের অধিকার ভাগাভাগি করে নেয়ার সুবিধা নেই বিচ্ছেদ হওয়া বাবা-মায়ের৷ ফলে, যে অভিভাবকের সাথে দেখা করতে পারে না সন্তানরা, তাদের সাথে সম্পর্কচ্ছেদ হয়ে যায় অনেক ক্ষেত্রে৷

টোকিওর প্রবল গরমের মধ্যেও অনশন-প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন ভিনসেন্ট৷ স্টেডিয়াম সংলগ্ন রেল স্টেশন চত্বরেই দিন কাটাচ্ছেন তিনি৷

এ বিষয়ে ইইউ অ্যাম্বাসাডর পাট্রিসিয়া ফ্লোর বলেন, ‘‘সকল শিশুর অধিকার রয়েছে তাদের বাবা-মায়ের সাথে যোগাযোগ রাখার৷ আমরা এক্ষেত্রে অভিভাবকদের পাশে দাঁড়াচ্ছি কারণ এটা তাদের অধিকারের বিষয়৷ ফরাসি অ্যাম্বাসাডরেরও পাশে দাঁড়াচ্ছি৷ এখানে সময়েরও বিষয় জড়িত কারণ শিশুরা বড় হচ্ছে৷ আমরা চাই জাপানি কর্তৃপক্ষ দ্রুত এবিষয়ে কিছু জানাক৷’’

জাপানের আইন মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য বা জবাব পাওয়া যায়নি৷ এক কর্মকর্তা বলেন যে বিশেষজ্ঞরা বর্তমানে জাপানের বিবাহ বিচ্ছেদ ব্যবস্থার পুনর্বিবেচনা করছেন৷ তিনি বলেন যে, ‘‘আমরা জানি এখানে অনেক কিছু জড়িত। কেউ কেউ বলছেন যে তারা শিশুদের ভরণপোষণ করতে পারছেন না, কেউ বলছেন যে তারা সন্তানের সাথে দেখা করতে পারছেন না৷’’

২০১৯ সালে আইনমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেন যে জাপানে সাধারণত ‘বিচ্ছেদের পরেও সন্তানদের ভরণপোষণ করার ক্ষেত্রে বাবা-মা উভয়ের ভূমিকাকে’ গুরুত্ব দেওয়া হয়৷

ভিনসেন্টের স্ত্রী, মাইকো ফিশো’র আইনজীবী তার মক্কেলের পক্ষে বলেন, ‘‘যেহেতু এটি চলমান ব্যক্তিগত বিচ্ছেদের মামলা, তাই আমি (মাইকো ফিশো) চাই আমার তথ্য গোপন থাকুক৷ আদালতের বাইরে ঝামেলায় জড়ানো বা কোনো মন্তব্য করতে আমি চাই না৷’’

মাইকোর আইনজীবীও সংবাদমাধ্যমকে আর কিছু বলতে চাননি৷

জাপানি সমাজে বিতর্ক ও ফ্রান্স

তিন সপ্তাহের বেশি সময় ধরে অনশনে থাকা ভিনসেন্ট ইতোমধ্যে ১৪ কেজি ওজন কমিয়েছেন৷ গত বৃহস্পতিবার হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি৷ তাতে তার হাতের দুটি আঙুলে চিড় ধরে৷

এরপরে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালি ও অন্যান্য রাষ্ট্র প্রতিনিধিদের সাথে টানা ৪৫ মিনিট ধরে আলোচনা করেন ভিনসেন্ট৷

তিনি তার সন্তানদের জন্য ক্ষতিপূরণ চান, কারণ তাদের অধিকার এখানে খর্ব করা হচ্ছে৷ পাশাপাশি, জাপানের বিরুদ্ধে ফ্রান্সের কড়া অবস্থানের দাবি করেন তিনি৷

এক বছর আগে, জাপানকে আন্তর্জাতিক শিশু সুরক্ষা নীতিমালা মানতে বলে ইউরোপিয়ান পার্লামেন্ট৷ পাশাপাশি, ইইউ নাগরিক ও জাপানি নাগরিকদের সন্তানদের জন্য জয়েন্ট কাস্টডির বিষয়টিও বিবেচনায় আনতে বলে তারা৷

ভিনসেন্টের বিষয়টি টোকিও অলিম্পিক উপলক্ষে জাপানে আসা ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁও জাপানি প্রধানমন্ত্রীর সাথে উত্থাপন করেন বলে জানান ফরাসি অ্যাম্বাসাডর৷ ফরাসি অ্যাম্বাসাডর ফিলিপ সেটন বলেন, ‘‘এই বিষয়টি জাপানী সমাজের সাথে জড়িত৷ যদিও এই পরিস্থিতি খুবই নাটকীয় ও কষ্টকর, তবুও আমরা জাপানি সমাজের মধ্যে কোনো বিতর্কে জড়াতে চাই না৷’’

ভিনসেন্ট বলেন যে তিনি এ বিষয়ে ফ্রান্সের অপারগতা বুঝতে পারছেন৷ ‘‘আমি চেয়েছিলা, ফ্রান্স কড়া অবস্থান অন্তত নিক, কিন্তু আমি আমার উদ্দেশ্যে স্থির থাকব,’’ বলেন তিনি৷

এসএস/এফএস (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান