1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনির্দিষ্টকাল বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৫ নভেম্বর ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷ এর আগে উপাচার্য বিরোধী আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে৷

https://p.dw.com/p/3SUKi
ছবি: bdnews24.com

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ৷ মঙ্গলবার বিকাল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ৷

সম্প্রতি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবিতে আন্দোলনে নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা৷ দাবি পূরণ না হওয়ায় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা৷ গত সপ্তাহে দেয়া হয় ধর্মঘটের ডাক৷

Bangladesch | Proteste Jahangirnagar Universität
ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ‘‘সোমবার সন্ধ্যা ৭টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা৷ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপাচার্যকে বাসা থেকে বের করে কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হন তার সমর্থক শিক্ষক-কর্মকর্তারা৷ দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক-বিতণ্ডা চলার মধ্যেই বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে একটি মিছিল সেখানে আসে৷ সেই মিছিল থেকে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ কর্মীরা৷ তারা এলোপাতাড়ি মারধর করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়৷ এসময় একাধিক শিক্ষককেও চ্যাংদোলা করে দূরে নিয়ে ফেলতে দেখা যায়৷’’

Bangladesch | Proteste Jahangirnagar Universität
ছবি: bdnews24.com

এদিকে সমর্থক সহকর্মী ও ছাত্রলীগ কর্মীদের ‘গণঅভ্যুত্থানের’ জন্য ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম৷ আন্দোলনের পেছনে জামায়াতপন্থিদের হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘‘সরকারের উচিৎ হবে এই চক্রটাকে দেখা৷ এরা কোথায় ছড়িয়ে আছে এবং বিশ্ববিদ্যালয় গুলোর অবস্থা কেন খারাপ হচ্ছে৷’’ 

এর পরপরই জরুরি বৈঠকে বসে সিন্ডিকেট; সেখানেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা আসে বলে উল্লেখ করেছে বিডিনিউজ৷

Bangladesch | Proteste Jahangirnagar Universität
ছবি: bdnews24.com

পরিস্থিতি পর্যবেক্ষেণ করছেন প্রধানমন্ত্রী

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণে রয়েছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ তিনি বলেন, ‘‘এটা প্রধানমন্ত্রীর নজরে আছে, এর সর্বশেষ খবর প্রধানমন্ত্রী জানেন৷ কোনো ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজ-খবর নিয়ে নেবেন৷ সরকার প্রধান এ ব্যাপারে খুব সজাগ৷ তিনি বিষয়টা পর্যবেক্ষণ করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন৷’’

উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪৪৫ কোটি টাকার কাজে দূর্নীতির অভিযোগ ওঠে৷ তখন থেকেই ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ নামের প্ল্যাটফর্মে সোচ্চার হন শিক্ষক এবং ছাত্ররা৷ গত ২৫ আগস্ট থেকে তারা আন্দোলন শুরু করেন৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ফান্ড থেকে চাঁদা দাবিসহ বেশ কিছু অভিযোগে পদ হারান কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতাও৷ ভিসি ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে চাঁদা দেয়ার অভিযোগও রয়েছে৷

নৃবিজ্ঞান বিভাগের  অধ্যাপক ফরজানা ইসলাম ২০১৪ সালের মার্চে প্রথম দফা উপাচার্য হিসেবে নিয়োগ পান৷ গত বছর তাকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয়া হয়৷ তিনি ভিসি হওয়ার আগ পর্যন্ত তার আগের উপাচার্যকে সরানোর আন্দোলনে যুক্ত ছিলেন৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২৭ সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান