অনুষ্ঠান ও ওয়েবসাইট ভালো লাগছে | পাঠক ভাবনা | DW | 17.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অনুষ্ঠান ও ওয়েবসাইট ভালো লাগছে

মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান শোনার সমস্যা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং অনুষ্ঠান ও ওয়েবসাইটের প্রশংসা৷

৯৭.৬ মেগাহার্তসের রিসেপশন মান নিয়ে এক শ্রোতা অভিযোগ জানিয়েছেন

৯৭.৬ মেগাহার্তসের রিসেপশন মান নিয়ে এক শ্রোতা অভিযোগ জানিয়েছেন

সুপ্রভাত ডয়চে ভেলের বন্ধুরা! বসন্তের শুভেচ্ছা রইলো৷ আমরা আপনাদের সম্প্রচারিত রেডিও'র অনুষ্ঠান সমূহ এফএম ব্যান্ড ও মিডিয়াম ওয়েভে শুনে থাকি৷ সেই সঙ্গে আমরা ইচ্ছে মত ডয়চে ভেলের ওয়েবসাইটের চলতি ঘটনা, খেলার খবর, বিজ্ঞান প্রযুক্তি, সমাজ জীবন, সংস্কৃতি বিনোদনের পাতা সহ অন্যান্য পরিষেবা গুলো নিয়মিত ধৈর্য-মনোযোগ সহকারে পরিভ্রমণ করে থাকি৷ আজকে সকালে ৯৭.৬ মেগাহার্তসের রিসেপশন মান খুব খারাপ ছিল৷ আমরা ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে ১০৫.৪ মেগাহার্তসে খুব সুন্দর ভাবে বাংলাদেশের তরতাজা খবর ও ফিচার পর্ব দু'টি শুনে দারুণ খুশি হয়েছি৷ একেই বলে ইচ্ছে থাকলে উপায় হয় – মোখলেসুর রহমান,কুষ্টিয়া৷

আমার পক্ষ থেকে আপনাদের প্রতি এবং আপনাদের সকল শ্রোতাদের প্রতি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা রইলো! মোহাম্মদ খালিদ হাসান, রহিমনগর, খুলনা, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি৷ অনুষ্ঠানের প্রতিটি পরিবেশনা যেমন বস্তুনিষ্ঠ, তেমনি ডয়চে ভেলের ওয়েবসাইটটি গোছালো ও তথ্য সমৃদ্ধ৷ ডয়চে ভেলে আমাদের কাছে খোলা জানালা৷ এই জানালায় চোখ রাখলেই আমরা গোটা বিশ্বের চলমান পরিস্থিতি সম্বন্ধে সুন্দর ও সম্যক ধারণা পাই৷ বিশ্বসংবাদ, চলমান পরিস্থিতির উপর প্রতিবেদন, বিশ্লেষণ, আলোচনা ও সাক্ষাৎকার, ধাঁধার ঘোষণা, গান, সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান যেমন পশ্চিমের জানালা, নন্দন, হেলথ লাইন, ইনবক্স, মোনালিসা, এই প্রজন্ম, সবুজ পৃথিবী, বিজ্ঞান ডটকম, সুরের ভুবন, ক্যাম্পাস নিয়ে সাজানো ৩০ মিনিটের সকাল ও রাতের অনুষ্ঠান খুবই আকর্ষণীয় ৷ এক কথায় বললে বলতে হয় অনবদ্য৷ ডয়চে ভেলের ওয়েবসাইটে রাখা সংবাদ, চলতি ঘটনা, সমাজ জীবন, বিজ্ঞান প্রযুক্তি, সংস্কৃতি বিনোদন, খেলাধুলা, জার্মানিতে উচ্চশিক্ষা, আপনাদের মতামত ইত্যাদি নানান বিষয়ে ছবিসহ প্রতিবেদন অত্যন্ত উচ্চমানের৷ এত ভালো বাংলা ওয়েবসাইট সত্যিই অপূর্ব৷ না দেখলে বিশ্বাসই হবে না! আমরা কত কিছু যে জানতে পারি তার কোনো সীমা নেই৷ ডয়চে ভেলে তাই আমাদের সকলের নিত্য দিনের সাথী৷ সবাই ভালো থাকবেন, শুভেচ্ছাসহ - মহঃ হাফিজুর রহমান, ইন্টান্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব , বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত৷

সংকলক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন