1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেক নতুনের ‘এল ক্ল্যাসিকো' শনিবার

২৬ অক্টোবর ২০১৩

বার্সেলোনা বনাম রেয়াল মাদ্রিদ৷ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় স্প্যানিশ লিগের খেলায় মুখোমুখি হচ্ছে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল৷ অনেকগুলো নতুন মুখ দেখা যাবে এবারের এই ১৬৭তম এল ক্ল্যাসিকো ম্যাচে৷

https://p.dw.com/p/1A6DZ
ছবি: picture-alliance/dpa

প্রথমে খেলোয়াড়দের কথাই বলি৷ বার্সেলোনার হয়ে জীবনের প্রথম ক্ল্যাসিকো ম্যাচ খেলতে নামবেন নেইমার৷ সান্তোসকে ৫৭ মিলিয়ন ইউরো দিয়ে ব্রাজিলিয়ান এই সেনসেশনকে এবার দলে ভিড়িয়েছে বার্সা৷ আর রেয়ালের পক্ষে মাঠে নামবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল৷ প্রায় ১০০ মিলিয়ন ইউরো দিয়ে টটেনহ্যাম থেকে তাঁকে কিনে নেয় রেয়াল৷ অবশ্য ইনজুরির কারণে রেয়ালের হয়ে এখন পর্যন্ত পুরো কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর৷ তবে শনিবার তিনি প্রথম থেকেই মাঠে থাকতে পারেন বলে আভাস দিয়েছেন কোচ আনচেলত্তি৷

এদিকে, কোচ আনচেলত্তিরও এটা প্রথম ক্ল্যাসিকো৷ মুরিনিয়ো ও রেয়ালের মধ্যে সম্পর্কোচ্ছেদের পর ইটালিয়ান আনচেলত্তি রেয়ালের হাল ধরেন৷ আনচেলত্তির মতোই বার্সা কোচ আর্জেন্টাইন মার্টিনো-ও প্রথমবারের মতো ক্ল্যাসিকো ম্যাচের দায়িত্বে থাকবেন৷

সব মিলিয়ে পরিস্থিতিটা একবার কল্পনা করুন৷ একপক্ষে মেসি আর নেইমার৷ আর অন্যপক্ষে রোনাল্ডো আর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বেল৷ একটা খেলায় বিশ্বের মিলিয়ন মিলিয়ন দর্শক টানার জন্য আর কি দরকার হতে পারে?

শেষ লিগ ম্যাচ ড্র করায় মরসুমে প্রথমবারের মতো পয়েন্ট খুইয়েছে বার্সা৷ এরপর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের খেলায় এসি মিলানের সঙ্গেও ড্র করে তারা৷ অন্যদিকে, রেয়াল লিগ ম্যাচ আর চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে খেলা, দুটোতেই জিতেছে৷ ফলে সেদিক দিয়ে বিবেচনা করলে রেয়ালের খেলোয়াড়দের মনোবল কিছুটা ভালো অবস্থানে আছে বলেই ধরে নেয়া যায়৷ সেটা কাজে লাগিয়ে যদি বার্সার বিপক্ষে জিততে পারে তারা, তাহলে লা লিগার পয়েন্ট তালিকায় বার্সাকে ধরে ফেলতে পারবে রেয়াল৷ কিন্তু চির প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে মনোবলটাকে আরও দুর্বল করার সুযোগ কি দিতে চাইবেন মেসিরা?

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য