অন্বেষণ ও টপ গেম কুইজের ফলাফল | পাঠক ভাবনা | DW | 30.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ ও টপ গেম কুইজের ফলাফল

২৭-২৯ জুন অন্বেষণ কুইজ, অর্থাৎ সাপ্তাহিক ফেসবুক প্রতিযোগিতার এবারের প্রশ্ন ছিল – ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করার সহজ এক উপায় প্লাসমা থেরাপি৷ এর সুবিধা কী?

সঠিক উত্তর হচ্ছে প্লাসমা থেরাপি দিয়ে চারিদিক থেকে ব্যাকটেরিয়ার উপর হামলা চালানো যায়৷ এবার উত্তর দিয়েছেন মোট ৩৬৮ জন বন্ধু৷ লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবার বিজয়ী রাজীব কুমার মন্ডল৷ আপনাকে অভিনন্দন! বন্ধু রাজীব, আপনার কাছে বিশেষ অনুরোধ পুরস্কার পাঠানোর সুবিধার্থে আপনার ঠিকানাটি আমাদের ফেসবুকে মেসেজ বক্স বা ই-মেলে (bengali@dw.de) পাঠিয়ে দিন৷

এছাড়া, যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

প্রতিদিনের টপ গেম কুইজের ফলাফল:

শুক্রবার অর্থাৎ ২৭ তারিখের প্রশ্ন ছিল, চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে হবেন বলে আপনি মনে করেন? এই প্রতিযোগিতাটির ফলাফল জানানো হবে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল শেষ হবার পর৷ অর্থাৎ সে পর্যন্ত বন্ধুদের অপেক্ষা করতে হবে৷

২৮ তারিখের টপ গেম কুইজের প্রশ্ন ছিলো, চিলির মুখোমুখি হবে ব্রাজিল, বলতে হবে কে জিতবে এই খেলায়? আমরা সবাই জানি ঐ খেলায় বিজয়ী হয়েছে ব্রাজিল৷ এতেও লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ বিজয়ী হয়েছেন শহীদ হোসেন বাপ্পা, মেসার্স আলাউদ্দিন এন্ড সন্স, জনতা মার্কেট, নওগাঁ, বাংলাদেশ৷ বন্ধু বাপ্পা, আপনাকে অভিনন্দন!

-যাঁরা সবগুলো কুইজে অংশগ্রহণ করেছেন তাঁদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ এভাবেই সাথে থাকবেন সবাই, কেমন?

ডয়চে ভেলের বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন