অন্বেষণ কুইজের এবারের বিজয়ীকে অভিনন্দন | পাঠক ভাবনা | DW | 02.05.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

অন্বেষণ কুইজ

অন্বেষণ কুইজের এবারের বিজয়ীকে অভিনন্দন

অন্বেষণের সাপ্তাহিক কুইজে এবারও অনেকেই অংশ নিয়েছেন৷ সঠিক উত্তরও এসেছে অনেক৷ তাঁদের মধ্যে লটারিভাগ্য সবচেয়ে বেশি সুপ্রসন্ন ছিল একজনের৷

এবারের প্রশ্ন ছিল এমন এক প্রদর্শনী নিয়ে যেখানে তুলে ধরা হয়েছে নজরদারির বিবর্তনের বিভিন্ন চিত্র৷ জানতে চাওয়া হয়েছিল, প্রদর্শনীটি কোথায় হচ্ছে?সঠিক উত্তর: জার্মানির রাজধানী বার্লিন শহরে৷

সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবার বিজয়ী হয়েছেন রিপা আখতার৷ প্রিয় রিপা, আপনাকে অভিনন্দন! দয়া করে দু'সপ্তাহের মধ্যে আপনার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস ডয়চে ভেলে বাংলার ই-মেল ঠিকানায় (bengali@dw.com) পাঠিয়ে দিন৷ তা না হলে কিন্তু পুরস্কারটি পরবর্তীতে অন্য কোনো বিজয়ী বন্ধুকে পাঠানো হতে পারে৷

বিজয়ী বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ: পুরস্কার পেতে দেরি হচ্ছে বা পুরস্কার হাতে না পাওয়ার অভিযোগ যাঁদের, তাঁরা সবসময় নামের সাথে নিজেদের পোস্টাল অ্যাড্রেসটিও লিখবেন, কেমন?

কুইজ প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন, ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

ডয়চে ভেলের সকল বন্ধুর জন্য রইলো শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন