অন্বেষণ কুইজে অংশ নিয়ে জিতুন ল্যাপটপ | পাঠক ভাবনা | DW | 19.08.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অন্বেষণ কুইজে অংশ নিয়ে জিতুন ল্যাপটপ

ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ সংক্রান্ত কুইজে অংশ নিয়ে জিততে পারেন ল্যাপটপ৷ মোট পাঁচজন বিজয়ীকে পাঁচটি স্যামসাং ক্রোমবুক ল্যাপটপ পুরস্কার দেয়া হবে৷ এই কুইজে অংশ নেওয়ার পদ্ধতি খানিকটা ভিন্ন এবং সহজ৷

কুইজের উত্তর প্রদানের গতানুগতিক উপায় হচ্ছে চিঠি, ইমেল কিংবা এসএসএস৷ ডয়চে ভেলের বাংলা বিভাগ এতকাল এসব উপায়ে কুইজের উত্তর গ্রহণ করেছে৷ ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন' কুইজের উত্তর এখনও এভাবেই গ্রহণ করা হয়৷ তবে অন্বেষণ কুইজের প্রক্রিয়া ভিন্ন৷

এই কুইজে অংশ নিতে হবে ফেসবুকে৷ ইতোমধ্যে এই কুইজের জন্য অ্যাপ তৈরি করা হয়েছে৷ বাংলা বিভাগের ফেসবুক পাতার কভার ছবির নিচে কুইজ সংক্রান্ত ট্যাব পাওয়া যাবে৷ আর এই ট্যাবের মধ্যেই রয়েছে প্রশ্ন, উত্তরও দিতে হবে সেখানেই৷

শুধুমাত্র ডয়চে ভেলের ফেসবুক পাতার ‘ফলোয়ার' বা অনুসারীরা অন্বেষণ-কুইজে অংশ নিতে পারবেন৷ কুইজ অ্যাপের সরাসরি লিংক:

https://www.facebook.com/dwbengali/app_157653357617719

ব্যতিক্রমী এবং বিশেষ এই কুইজ প্রতিযোগিতা চলবে আগামী ২৫ সেপ্টেম্বর অবধি৷ প্রতিযোগিতা শেষে চূড়ান্ত বিজয়ী পাঁচজন পাবেন পাঁচটি স্যামসাং ক্রোমবুক ল্যাপটপ৷ এগুলি খুবই পাতলা ও কাজের৷ সাড়ে এগারো ইঞ্চির স্ক্রিন৷ খুবই স্টাইলিশ, আবার সহজেই হাতের অথবা কাঁধে ঝোলানো ব্যাগে রাখা যায়৷

ডয়চে ভেলের এই কুইজ প্রতিযোগিতায় মুঠোফোন ব্যবহার করেও অংশ নেওয়া সম্ভব৷ এজন্য ক্লিক করুন এই লিংকে: s.fanactivator.com/onneshon

তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইন্টারনেট সংযোগযুক্ত ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করা৷ তবে কুইজে অংশগ্রহণের জন্য ডিডাব্লিউ-র পক্ষ থেকে অংশগ্রহণকারীদের কোনো বাড়তি খরচ দেওয়া হবে না৷ তাই অংশগ্রহণের জন্য কেউ ইচ্ছাকৃতভাবে অর্থ খরচ করে থাকলে ডয়চে ভেলে তা পরিশোধও করবে না৷

সঠিক উত্তর প্রদানকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে৷ ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সি ফেসবুক ব্যবহারকারীরা এই কুইজে অংশ নেয়ার অধিকার রাখেন৷ অন্বেষণ অনুষ্ঠানে প্রচারিত বিভিন্ন ভিডিও প্রতিবেদন ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে৷ আর টুইটার, ফেসবুকের জন্য হ্যাশট্যাগ হচ্ছে ইংরেজিতে #Onneshon, বাংলায় #অন্বেষণ৷

নির্বাচিত প্রতিবেদন